নাট্যকার হিসেবে পাওয়া স্বীকৃতির তালিকাও নিত্যন্ত হ্রস্ব নয় তাঁর উল্লেখযোগ্য পুরস্কারের তালিকায় রয়েছে- মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০০৭, শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকার (মধু ময়রা) এবং ২০০০ সালে শ্রেষ্ঠ নাট্যকার টেলিভিশন (কুপ)। * বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ২০০৫ (বাচসাস), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (মোল্লা বাড়ির বৌ): ২০০১, গোষ্ঠ নাট্যকার মঞ্চ (নিত্যপুরাণ); ১৯৯৯, শ্রেষ্ঠ নাট্যকার মঞ্চ (আরজ চরিতামৃত) ও ২০০০ শ্রেষ্ঠ নাট্যকার টেলিভিশন (রঙের মানুষ) * থিয়েটার প্রবর্তিত জাকারিয়া স্মৃতি পদক ২০০৪, মঞ্চনাটকে সামগ্রিক কর্মকাণ্ডের জন্য। * বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন পুরস্কার ২০০১, শ্রেষ্ঠ নাট্যকার মঞ্চ (নিত্যপুরাণ)। • অন্যদিন ইমপ্রেস টেলিফিল্ম এ্যাওয়ার্ড ২০০০, শ্রেষ্ঠ নাট্যকার টেলিভিশন (আঁধারের ধবল দীপ্তি)। * ২০১৫ সালে নাটকের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। একই বছর (বাপজানের বায়োস্কোপ) চলচ্চিত্রের জন্য দু'টি শাখায় পেয়েছেন জাতীয় চলচ্চিত্র দুই কন্যার জনক মাসুম রেজা, স্ত্রীর কর্মসূত্রে বিলেতের অক্সফোর্ড শহরে বাস করছেন। ঢাকায় দেশ নাটকের সাথে যুক্ত আছেন।