নিমাই ভট্টাচার্য-র জন্ম ১০ এপ্রিল ১৯৩১। শিক্ষাদীক্ষা ও সাংবাদিক জীবনের শুরু কলকাতায় পরে দিল্লিতে পচিশ বছর বিশিষ্ট কয়েকটি সংবাদপত্রের রাজনৈতিক-কূটনৈতিক সংসদীয় সংবাদদাতা। ইনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহরু, পণ্ডিত গােবিন্দবল্লভ পন্থ, লালবাহাদুর শাস্ত্রী, ভি. কে. কৃষ্ণমেনন, মােরারজী দেশাই, যশােবন্ত রাও চ্যবন, ইন্দিরা গান্ধী প্রমুখ নেতৃবৃন্দের বিশেষ স্নেহভাজন ছিলেন। কভার করেছেন নির্জোট শীর্ষ সম্মেলন, কমনওয়েলথ প্রধানমন্ত্রী সম্মেলন, রাষ্ট্রপুঞ্জ, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ইত্যাদি; রানি এলিজাবেথের সঙ্গে ছ’সপ্তাহ ধরে ভারত-নেপাল ঘুরেছেন তাছাড়া আইসেনহাওয়ার, হাে-চি-মিন, চৌ এন লাই, ক্রুশ্চেভ, নাসের, টিটো প্রভৃতি বিশ্ববরেণ্য নেতৃবৃন্দের সফর কভার করেছেন। ঘুরেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। লেখকের প্রথম বই ‘রাজধানীর নেপথ্যে প্রকাশিত হয় ১৯৬৪ সালে। ১৯৬৮ তে ‘মেমসাহেব’ প্রকাশিত হবার পরই পাঠকসমাজে খুবই জনপ্রিয়তা অর্জন করেন।