ও একটা বোকা বাক্স। না, ও হলো জাদুকর। নাকি একচোখা দৈত্য? দেখো না চব্বিশ ঘণ্টা একা একাই বকবক করে যাচ্ছে, ছবি দেখিয়ে দেখিয়ে। কারো কথাই সে শুনছে না। দৈত্যটাকে বোতল থেকে বের করে এনেছেন তুষার আবদুল্লাহ। সে জন্য তার সাথে নানা সুখ-দুঃখের গল্প বলেছে একচোখা দৈত্য। কোথা থেকে এলো সে? কেনই বা আমরা তার এক চোখের দিকে হাঁ করে তাকিয়ে থাকি? কি জাদু আছে তার চোখে?
তুষার আবদুল্লাহ্
স্কুল পেরিয়েই সাংবাদিকতায় কাজ করতে আসা। তারপর কেটে গেল পঁচিশ বছর। কলেজ না ডিঙোতেই প্রথম বই। শিশুদের জন্য তোমাদের প্রিয়জন। তারপর বাংলাদেশের পথে পথে, চল যাই নদীর দেশে, গাছ বন্ধু, ফুল বন্ধু, চল বড় হই। টেলিভিশন সাংবাদিকতারও যুগ একযুগ পেরিয়েছে। শুরু থেকে টেলিভিশনকে শিশুদের প্রতি সংবেদনশীল রাখার লড়াইয়ে। শিশুদের জন্য পত্রিকা ইচ্ছে প্রকাশের প্রস্তুতি চলছে। নিয়মিত সঞ্চালনা করা হয় সময় সংলাপ। সেখানেও এ প্রজন্মের শৈশব-কৈশোর উদযাপন প্রতিপাদ্য হয়ে আসে।