এক (আল্লাহর একাত্বতা বিষয়ক গ্রন্থ) (পেপারব্যাক)
"এক" বইটি সত্যিই অসাধারন একটি বই । এর ইংরেজী থেকে মূলত বইটি করা হয়েছে "The Fundamental Of Tawhid" । বইটিতে তাওহীদের মূল নীতিমালা গুলো আলোচনা করা হয়েছে । অনেকের ধারনা একসময় সব কিছু শুন্য ছিলো , কোনোকিছুরই অস্তিত্ব ছিলো না । এটি ভুল ধারনা । শূন্য কখনই ছিল না । সব সময়ই একজন ছিলেন । তিনি এক ও একক । যুগে যুগে সেই মহান সত্ত্বার একাকত্ব থেকে আমাদের কে সরিয়ে দিতে ষড়যন্ত্রের অন্ত নেই । কালের পরিক্রমায় কূটকৌশল , উপায় , উপকরন কিনবা রুপ্রেখা বদলায় । কিন্তু শয়তানের লক্ষ্য স্থির, অবিচল আমাদেরকে জাহান্নামে তার সঙ্গি বানানো । তাই নিজেকে তার ফাদ থেকে বাচাতে হলে জানতে হবে আল্লাহর একাকত্ব বলতে কী বোঝায় । কী ভাবে তা অক্ষুন্ন রাখা যায় বলনে-করনে-মননে । বিশ্ব জুরে এই বইটি নানা ভাষায় অনুমদিত হয়েছে । বহু মানুষ ইসলামে আসার কারন হিসাবে এই বইটির অবদান শিকাড় করে করেছেন । অমুসলিমরা এই বইটি পরে লৌকিকতার মুখশে ঢাকা মৌলিক ইসলামের সন্ধান পাবেন । অন্যদিকে আল্লাহ ও পরকালে বিশ্বাস করেন এমন সব মুসলিমদের জন্যও বইটি অবশ্যপাঠ্য ।