ফ্ল্যাপের কিছু কথাঃ এডউইন ই, স্লসন পুরো নাম এডউইন ইমেরি স্লসন। জন্ম ১৯৮৫ সালে কানসাস অঙ্গরাজ্যের অ্যালবানি শহরে মৃত্যু ১৯২৯ এ। বিংশ শতকের গোড়ার দিকে সমসাময়িক বৈজ্ঞানিক ধারণা সাধারণের মাঝে জনপ্রিয় করে তুলতে তিনি ছিলেন অগ্রণী।
কানসাস বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক (১৮৯০) এবং স্নাতকোত্তর (১৮৯২) লাভের পর ইয়েমিং বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ সহকারী অধ্যাপক পদে যোগ দেন। এ সময় সে প্রিসটনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
১৯০২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় হতে জৈব রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
তারপর নিউ ইয়র্কে ‘ইনডিপেনডেন্ট’ এ সাহিত্য সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিৎজার স্কুল অব জার্নালিজম বিভাগে সহযোগী হিসাবে নিযুক্ত ছিলেন ১৯১২ থেকে ১৯২০ সালে পর্যন্ত। এর পর ‘সায়েন্স সার্ভিস’ এর সম্পাদক নিযুক্ত হন। এ সময়ে তার জনপ্রিয় বিজ্ঞান রচনাগুলির সংকলন চারখণ্ডে প্রকাশিত হয়।
বিজ্ঞান ও সাহিত্য উভয় বিষয়ে দখল থাকায় বৈজ্ঞানিক ধারণাগুলিকে সাধারণ পাঠকদের উপযোগী করে উপস্থাপনে তিনি ছিলেন বিশেষ পা্রদর্শী।
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো, গ্রেট আমেরিকা ইউনিভার্সিটিজ (১৯১০), মেজর প্রোফেটস্ অব টু-ডে, সিক্স মেজর প্রোফেটস্ , ক্রিয়েটিভ কেমিস্ট্রি (১৯১৯, বেস্ট সেলার) , ইজি লেসন্স ইন আইনস্টাইন (১৯২০) প্রভৃতি।
সূচিপত্র * সূচনা সংলাপ * আইনস্টাইনের সহজ পাঠ * পরম্পরবিরোধী পরীক্ষণ * সময়ের হেঁয়ালি * আপেক্ষিকতার আপাতবিরুদ্ধ সত্যসমূহ * আপনি কি আপনার আকৃতি সম্পর্কে নিশ্চিত? * চতুর্থমাত্রা পরিচয় * চতুর্থমাত্রা হিসেবে সময় * কীটের চোখে পৃথিবী * সময়কে পেছনে ফেরানো * চলচ্চিত্রের অধিবিদ্যা * বিশ্বের স্বকেন্দ্রিক মতবাদ * অ-ইউক্লিডীয় জ্যামিতি * সহজ কিছু উদাহারণ * গ্রহণ পর্যবেক্ষণ * কে এই আইনস্টাইন? * ওজনহীনতার কারণ * মাধ্যাকর্ষণের বিকল্প * যান্ত্রিক বনাম গাণিতিক চিন্তাধারা * আলোর ওজন * পরিবর্তনশীল মতবাদ এবং স্থির ঘটনা * বৈজ্ঞানিক নিয়ম বনাম সামাজিক বিধান * স্থান,কাল আর মহাকর্ষ -ড. আলবার্ট আইনস্টাইন * আইনস্টাইনের তত্ত্বের উপর অন্যান্য প্রকাশনা * নিঘণ্ট