বইটি কেন প্রয়োজন বাজারে প্রচলিত বইগুলোতে সাধারণত চারটি টেস্ট থাকে। কিন্তু Eigh IELTS Teal Tests বইটিতে ৮টি সম্পূর্ণ নতুন টেস্ট রয়েছে যা প্রকৃত IELTS পরীক্ষার সমতুল্য। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, পরীক্ষার্থীরা বাজারে প্রচলিত বইগুলোর Listening ও Reading মডিউলের প্রশ্ন ও উত্তরগুলো প্রায় মুখস্ত করে ফেলে। লক্ষণীয়, লিস্নিং মডিউলের ১টি টেস্ট ২/৩ বার দেওয়ার পর প্রার্থী প্রায় ৩৫-৩৭ টি প্রশ্নের সঠিক উতরতর দিতে পারে যা ৮ ব্যান্ড স্কোর সমতুল্য। কিন্তু দুর্ভাগ্যবশত ৯০% প্রার্থী ৫ থেকে ৬ স্কোর অর্জন করে থাকে। কারণ IELTS Test এর প্রশ্নপত্র Repeat হয় না, প্রতি পরীক্ষায় নতুন টেস্ট দেওয়া হয়। এজন্যে প্রকৃত স্কোর জানার জন্যে সম্পূর্ণ নতুন একটি Test দিন এবং আপনার স্কোর যাচাই করুন। এদিকটা বিবেচনা করে ৮টি টেস্ট সংবলিত আমাদের বইটি ছাত্র-ছাত্রীদের উপকারে আসবে বলে আশা করছি।
উল্লেখ্য IELTS এ চারটি মডিউলের দুটি মডিউলে (স্পিকিং ও রাইটিং) প্রতিটি দেশের শিক্ষা , সংস্কৃতি, রীতিনীতি, উৎসব ইত্যাদি অনুযায়ী প্রশ্ন করা হয়। এজন্যে এ মডিউল দুটির স্ট্যান্ডার্ড উত্তর বিদেশি বইগুলোতে নেই। সাধারণত কোচিং সেন্টারে বিভিন্ন মডিউলে টেস্ট নেওয়া হয়। লক্ষণীয়, Test দেওয়ার আগে পরীক্ষা-প্রস্তুতি প্রয়োজন। এজন্যে এ বইতে প্রতিটি মডিউলে প্রস্তুতিমূলক কিছু Tips & techniques বাংলায় দেওয়া আছে যা পরীক্ষা -প্রস্তুতির জন্যে বিশেষ প্রয়োজন।
ক্যামব্রিজ ও বিদেশি বইগুলো হতে আমরা শুধু Test দিতে পারি। মনে রাখবেন, Test দেওয়ার আগে প্রস্তুতি প্রয়োজন এবং প্রয়োজন Basic English Level/Skill Develop করা। বইটি ইংরেজিতে আপনার Foundation বা ভিত্তি তৈরি করতে সক্ষম।