“এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প” কিছু কথা: নিঃসঙ্গতার একশো বছর লেখার অব্যবহিত আগে ও লিখেছিলেন। সবই ছিলো অন্যরকম, প্ৰথাগত গল্প বানাবার চবিতচবাণ নয়, একই জিনিশ নিয়ে জাবর কাটাও নয় ; বাস্তবের মধ্যেই কুহক কোথায় লুকিয়ে থাকে-বেলার ভঙ্গিতে বা কৌশলে, না কি বিষয়ের ঘেরাটোপে-সেটা আবিষ্কার করবারই চেষ্টা ছিলো। এইসব গল্পে। এখন এক জায়গায় এই এক ডজন গল্প (বেকার্স ডজন হিশেবে ফাউ রইলো ত্ৰয়োদশ গল্প, কোলোম্বিয়ারই কথাসাহিত্যিক এরনান্দো তেইয়েস [ ১৯০৮-১৯৬৬] রচিত একটি গল্প, এবং সেটা কেন এই বইতে ঢুকে পড়েছে; পর-পর গল্পগুলো পড়ে গেলেই বোঝা যাবে; অর্থাৎ একজনের গল্পে এক দন্তচিকিৎসক এবং অন্যজনের গল্পে একজন ক্ষৌরকার-দুজনেই যে বকী সংকটে পড়েছিলো, যখন দেশে তাণ্ডব চালাচ্ছিলো। সামরিক হনতা তাদের মধ্যে কোথাও কোনো উচ্চারিত—অথবা অনুচ্চারিত—সম্বন্ধ আছে নিশ্চয়ই।) এখানে জড়ো ক’রে দেয়া হ’লো ক্ষীরের স্বাদ যাতে ঘন দুধের সরে পাওয়া যায়, এই জন্যেই।
“এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প” এর সূচিপত্র: * নাবে * মাকোন্দায় বৃষ্টি-পড়া দেখতে-দেখতে ইসাবেলের স্বগতোক্তি * মঙ্গলবারের ফিয়েস্তা * এইরকমই এক দিনে * এই শহরে কোনো চোর নেই * বালতাসারের আশ্চর্য বিকেল * হারানো সময়ের সমুদ্র * জগতের সবচেয়ে-সুন্দর জলে-ডোবা পুরুষ * মৃত্যুই ধ্রুব প্ৰণয়ের পরপারে * অলৌকিকের ফেরিওলা, সাধু ব্লাকামান * “শুধু ফেনা, আর-কিছু না।”