ফ্ল্যাপের কিছু কথাঃ এই যন্ত্র লইয়া আমরা কী করব? এই দেশের সবার হাতে মোবাইল ,সবার হতে ক্যামেরা, অনেকের কাছে ফেসবুক কিংবা ইন্টারনেটের সহজপ্রবেশ্য। কিন্তু আমরা কি এসবের জন্য প্রস্তুত? এই প্রশ্ন তুলেছেন আনিসুল হক ,তাঁর দেশ ও জাতি নিয়ে উদ্বেগ, অন্যায় -অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবিাদ, হাস্যকৌতুক ও বিদ্রুপ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে নিরন্তর আশাবাদ -এইসব থাকে তার অরণ্যে রোদন কলামে। সেসব নিয়েই এইবই। আপনাকে ভাবাবে,হাসাবে,কাঁদাবে এবং অনূপ্রাণিত করবে এই বই।
ভূমিকা প্রথম আলো পত্রিকায় গত এক বছরে প্রকাশিত অরণ্যে রোদন কলাম নিয়ে এই বই। বই হিসেবে প্রকাশের আগে লেখাগুলোর দিকে তাকিয়ে দেখলাম, মনে হলো,মন্দ কী! হা!হা! অনেক পাঠকই আমাকে বলেন, আপনার কলামগুলো একসঙ্গে পড়তে চাই। এই হচ্ছে সেই বই। সবাইকে শুভেচ্ছা। আনিসুল হক ৯ জানুয়ারি, ২০১৩
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।