ভারতবর্ষের বিভিন্ন সময়ের কিছু গুরুত্বপূর্ণ আর্থরাজনৈতিক এবং ধর্মীয় আন্দোলন ও ঘটনা, কিছু ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধর্মীয় ও রাজনৈতিক কিছু দার্শনিক বিষয় এই বইটির লেখাগুলোর উপজীব্য। লেখাগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতে ছাপা হয়েছিল। প্রতিটি লেখার জন্য তিনি বহু বই বিদেশ থেকেও সংগ্রহ করেছেন।
তাঁর লেখার একটি বৈশিষ্ট্য হচ্ছে তথ্যের ও তত্তের বিশ্লেষণ। এখানেও তার ব্যতিক্রম হয়নি। শুধু ‘শ্রমণ’ পত্রিকায় প্রকাশিত লেখাগুলোতে তেমন বিশ্লেষণ নেই। কারণ, জৈনরা কীভাবে জগৎকে দেখে, সেটি লেখক সবার সামনে তুলে ধরতে চেয়েছেন। যেভাবে পত্রিকাতে লেখাগুলো ছাপা হয়েছিল, সেভাবেই সেগুলো এখানে প্রকাশিত হয়েছে। তবে কিছু তথ্য সংযোজিত হয়েছে।