পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নব প্রবর্তিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুসারে প্রণীত এ পুস্তক ২০০১ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক হিসেবে অনুমোদিত। এ বইটি মূলত একাদশ শ্রেণীর পাঠ্য। বিষয়বস্তু সম্বেন্ধে একটি স্বচ্ছ ও প্রয়োজনীয় ধারণা প্রদানে যথাসম্ভব সহজ ভাষায় আলোচনা রয়েছে। বোর্ড কর্তৃক নির্ধারিত শিখনফল সযত্নে মানা হয়েছে। অধ্যায় শেষে সমস্ত আলোচনার সারমর্ম দেয়া আছে। শিক্ষার্থীদের উচ্চ নম্বর অর্জনে বিশেষ সহায়ক এ বইটি।
সত্যজিৎ দত্ত
Title :
অর্থনীতি-প্রথম পত্র (একদাশ-দ্বাদশ শ্রেণি) (সাদা)