কুমার বিশ্বজিৎ। বাংলা গানের কিংবদন্তি। তাঁর আত্মকথনমূলক আত্মজৈবনিক গ্রন্থ "এবং বিশ্বজিৎ "। লিখেছেন আরেক গানের মানুষ জয় শাহরিয়ার। বাংলাদেশের গানে কুমার বিশ্বজিতের পথচলা দীর্ঘ চার দশকের। এই সময়ে তাঁর যে যাত্রা তার এক মলাটে প্রকাশ "এবং বিশ্বজিৎ"।
জয় শাহরিয়ার
Overall Ratings (0)