Eat Pray Love
এলিজাবেথ গিলবার্ট এর ইট প্রে লাভ (Eat Pray Love) বিশ্বে হৃদয় স্পর্শ করা একটি দিনলিপি বই। এটি অগণিত পাঠকের জীবন পরিবর্তিত করে, লক্ষ লক্ষ পাঠককে অনুপ্রেরণা ও ক্ষমতায়ন করে তাদের নিজেদের সেরা স্বার্থ খোঁজার জন্য। ৩০ দশকের দিকে এলিজাবেথ গিলবার্ট এমন একটি আধুনিক আমেরিকান নারী ছিলেন যিনি স্বামী, দেশের বাড়ি ও সফল কর্মজীবন কামনা করতেন। কিন্তু খুশি ও পরিপূর্ণ অনুভূতির পরিবর্তে, তিনি প্যানিক ও বিভ্রান্তির দ্বারা ক্ষয় হয়েছিলেন। এই বুদ্ধিমান ও রোমাঞ্চকর বইটি তিনি সাফল্যের এই সব বাহ্যিক দিকের পিছনে রেখেছেন এবং তিনটি ভিন্ন সংস্কৃতির পেছনে তার প্রকৃতির তিনটি ভিন্ন দিক আবিষ্কার করতে পেরেছেন। ইতালিতে আনন্দ, ভারতে নিষ্ঠা ও আধ্যাত্বিকতা এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভালোবাসা। বিবাহ বিচ্ছিন্ন এই নারীর জীবনে এনে দিয়েছিল এক আনুসন্ধানী ইচ্ছা। যা তার জীবনে এক নতুন মোড় নেয়। তবে সব নিঃসঙ্গ হয়ে পড়া নারীদের যে একই পন্থা বেছে নিতে হবে তা অবশ্য গিলবার্ট মনে করেন না। বরং এই তিনটা দেশ বেছে নেওয়া তার একান্তই নিজস্ব ইচ্ছা আর ঈশ্বর তো শুধু ভারতেই থাকেন না, যুদ্ধের ময়দান আর ট্রাফিক জ্যাম থেকে শুরু করে জেলখানার নিঃসঙ্গ কুঠুরি পর্যন্ত, যে কোন জায়গাতেই ঈশ্বরের খোঁজ মিলতে পারে। পাওলো কোয়েলহোর আলকেমিস্ট উপন্যাসের সান্তিয়াগোর গুপ্তধন খোঁজার অনুসন্ধানী ইচ্ছার সাথে এই বইয়ের পরোক্ষ মিল পাওয়া যায়। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯