এটা একটি vocabulary বই। ২৫০টা ওয়ার্ড থেকে ২০০০ ওয়ার্ড শেখার সহজ টেকনিক পাবেন এখানেই। যা আপনার ইংলিশ লেখা ও বলার সয়ায়ক । একটা উদাহরণ দিচ্ছি- ধরুন একটি ওয়ার্ড Allow. এই শব্দটির অর্থ = অনুমতি দেয়া। এখন এই শব্দ মদিয়ে আর কি কি শব্দ শেখা যায়-
Word : Allow
Allow [আলাউ] vt – অনুমতি দেওয়া।
We don’t allow smoking in the hall.
এবার F যুক্ত করে :
Fallow [ফালাউ] adj, n – কর্ষিত কিন্তু অনাবাদী।
Farmers are now paid to let their land lie fallow.
এবার H যুক্ত করে :
Hallow [হ্যালোউ] vt – পবিত্র করা, পবিত্র বলে গণ্য করা।
Hallow this cloth for prayer.
অনুরূপভাবে –
Callow [ক্যালোউ] adj – অনভিজ্ঞ।
A callow youth.
Sallow [স্যালাউ] adj – ফ্যাকাশে।
Why your face is looking sallow.
Wallow [ওঅলো] vt – (কাদা বা নোংরা পানি) ইত্যাদিতে গড়াগড়ি দেয়া, পাপে নিমগ্ন থাকা।
He loves to wallow in a hot bath after a game.
Swallow [সোআলো] vi, vt- গেলা, গলার্ধ্বকরণ করা, ঢোক গেলা।
The pills (ঔষধের বড়ি) should be swallowed whole.
Dis allow [ডিসলাউ] vt – অনুমতি না দেয়া।
The second goal was disallowed.
>>> উপরে একটি Allow শব্দ থেকে ৭টি শব্দ শেখা গেল খুব সহজেই। এভাবে আপনি ২১৬টি শব্দ থেকে শিখতে পারবেন ২০০০ শব্দ। আর সঠিকভাবে ইংলিশ লিখতে ও পরতে ২০০০ শব্দ প্রয়োজন হয়।
মো. তরিকুল রহমান
Title :
ইজি ওয়ে ফর লার্নিং ইংলিশ ওয়ার্ড অ্যান্ড স্পেলিং (হার্ডকভার)