ভাল জিতবেই, মন্দ হারবেই – এটা রূপকথা। যোগ্যের কাছে অযোগ্য পরাজিত – এইটাই বাস্তব। ভাল আর মন্দের লড়াইতে প্রাকৃতিক দুর্যোগের মত আসে সে। শুধুমাত্র যোগ্যতার বলে তছনছ করে সবাইকে। মাফিয়ার হাতে নির্যাতনের ফসল, এক সময়কার কিকবক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া কিশোর কবির মনসুর আজকের আন্ডারওয়ার্ল্ডের প্রেতাত্মা দুর্জয়। তার অস্তিত্বকে গুজব ভাবে সবাই। কিন্তু পুলিশ আর মাফিয়া উভয়েই জানে, অজানা কোনো তৃতীয় পক্ষ আছে, যে ক্রমশ এক এক করে গুঁড়িয়ে দিচ্ছে আন্ডারওয়ার্ল্ডের স্তম্ভগুলো। সমাজে ত্রাস সৃষ্টিকারী মাফিয়া ডনদের গুম করে ফুটপাথের পক্সগু ভিখারী বানাতে পারে সে। ইস্পাতের দেহ, নরপশুর আত্মা। প্রচণ্ড গোঁয়ার, ঘাড়তেড়া। চাহনিতে শুকিয়ে যায় কালকেউটের রক্ত। জায়গামত পিশাচ, জায়গামত দরবেশ। সম্পূর্ণ আলাদা তার জীবনদর্শন। মাফিয়ার বিরুদ্ধে লড়ে চলেছে একা।