ফ্ল্যাপের কিছু কথাঃ একটা দীর্ঘ সময় তাঁকে আমি অনুভব করেছি দূরে থেকে, তাঁর লেখালেখির মধ্য দিয়ে। তার পর দূরের সেই নক্ষত্রের খুব কাছে পৌঁ গেলাম আমি। স্বপ্নের মতো কাটল আমার কিছু দিবস-রজনী। আমাকে ঘোরগ্রন্তে রেখে তিনি পাড়ি জমালেন আরও দূরে, অনন্ত নক্ষত্রবীথিতে। পরম করুণাময়ের কাছে প্রার্থনা, যিনি আমাদের আটপৌরে জীবনকে রঙিন করেছেন আনন্দের নানা অনুষঙ্গে, ভালোবাসতে শিখিয়েছেন শ্রাবণের অঝোর ধারা আর চৈত্রের নিঃসঙ্গ দুপুরকে, জোছনার ধবল চাদরে ঢেকে দিয়েছেন সমস্ত হাহাকার, তাঁকে তুমি তোমার করুণধারায় সিক্ত করো। এক অভাজন পাঠক তার প্রিয় লেখকের জন্যে এর চেয়ে বেশি আর কী-ইবা করতে পারে! মুনিয়া মাহমুদ