উদ্দেশ্যটা মহৎ: বিলুপ্তপ্রায় এক সামুদ্রিক প্রাণীর বংশধরদের রক্ষা করার জন্য প্রশান্ত মহাসাগরের এক দুর্গম দ্বীপে চলেছে অয়ন ও জিমি। কিন্তু ওরা জানে না কত বড় বিপদ অপেক্ষা করছে সেখানে। সাগরের জলে যেমন ওত পেতে রয়েছে হিংস্র-রাক্ষুসে প্রাণীরা, তেমনি ডাঙায় অপেক্ষা করছে নিষ্ঠুর ও কুটিল কিছু মানুষ। আরও বড় বিপদ হয়ে ধেয়ে আসছে প্রলয়ংকরী এক ঘূর্ণিঝড়। এত বিপদ-আপদ সামলে ওরা কি পারবে লক্ষ্যে পৌঁছাতে? পারবে নিজেদের জীবন বাঁচাতে?
ইসমাইল আরমান
কিশাের থ্রিলার অয়ন-জিমি। বানরের হাত ইসমাইল আরমান ছােট্ট একটা বানরের হাত-চিমসে এইটুকুন হয়ে গেছে। অনেক পুরনাে। আর সেটার মালিকানা নিয়েই বাধল গােল। এক দিকে কোরাব নামের অদ্ভুত সাজসজ্জার এক লােক, আরেক দিকে যাযাবর একদল জিপসি। ব্যাপার কী? ওটার জন্য সবাই পাগল হয়ে উঠেছে কেন? তদন্তে নামতে হলাে অয়ন, জিমি আর রিয়াকে। প্রাচীন এক স্কেচবুক, ব্রোঞ্জের মূর্তি, আর দুর্বোধ্য ধাঁধা... সব কিছু মিলিয়ে মাথা খারাপ হবার দশা ওদের। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ। কে সে?