একই উঠানে পাশাপাশি দুটো বাড়ি, একটি বিত্তবান উকিল পরিবার, যাদের সুরম্য দোতলা দালানবাড়িতে আভিজাত্য প্রতিফলিত হয়, অন্যটি নিম্নমধ্যবিত্ত, মুদি দোকানদারের কাঠের টিনশেড ঘর। ঘটনাচক্রে অভিজাত পরিবারটির পুত্র জাহেদের সাথে তার অসুস্থ দাদী অনেকটা জোর করেই প্রতিবেশী নিম্নমধ্যবিত্ত মণির বিয়ে দেন, তারপরই তার জীবনাবসান ঘটে। গল্প-উপন্যাস কিংবা চলচ্চিত্রে দেখা যায়, নায়ক কিংবা নায়িকার মধ্যে সামাজিক অবস্থানের পার্থক্য থাকলেও প্রেম তৈরি হয়। কিন্তু জীবন তো ছায়াছবি নয়! আজন্মকালের আভিজাত্যবোধ জাহেদের মনে দ্বিধা তৈরি করে। এই দ্বিধা ভেঙে জাহেদ কি পারবে মণিকে কাছে টেনে নিতে? ভালোবাসা কি এতটাই ক্ষমতাবান?