ফ্ল্যাপে থেকে নেয়াঃ দুর্বিন শাহ বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার। এ সাধক-বাউলের গান প্রাণবান ও অসামান্য। লালন, রাধারমণ, হাসন রাজা কিংবা শাহ আবদুল করিমের গান যেভাবে এপার-ওপার দুই বাংলার বাঙালিদের কাছে পৌঁছেছে সে তুলনায় দুর্বিন শাহর গান এতটা পৌঁছেনি। অথচ তাঁর গানের ভাষার বিশেষত্ছেব ও স্বতঃস্ফুর্ত উপস্থাপন শ্রোতাদের গভীর আনন্দের খোরাক যোগায়। তিনি যেমন একদিকে গানের রচয়িতা ও গায়ক ছিলেন এবং অন্যদিকে নিজের গানের সুরারোপও করেছিলেন। আপাতদৃষ্টিতে তাঁর গান চিত্তবিনোদনের খোরাক যুগালেও এসব গানের মর্মকথা স্বতন্ত্র দর্শন হিসেবে বিভিন্ন পরিসরে ছড়িয়ে পড়েছে। সবমিলিয়ে দুর্বিন শাহ রচনাসমগ্র গ্রন্থটি সাধারণ পাঠক ও গীতরসিকদের কাছে সমাদৃত হবে।