বাংলা লোককাহিনি অবলম্বনে ড. মাহবুবুল হক রচিত দুখু আর সুখু নামের গল্পটি এক চাষির দুই বিপরীতধর্মী চরিত্র ও ভিন্ন প্রকৃতির মেয়ে দুখু আর সুখুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অলীক রূপকথার মোড়কে আবৃত এই গল্পে মৌখিক সাহিত্যের কিংবদন্তির কাহিনি ও কথকতার মাধ্যমে শিশু-কিশোরেরা আনন্দ আহরণ করতে পারবে। গল্পের আখ্যানভাগ জুড়ে পিঠাপিঠি দুই বোন দুখু আর সুখু যথাক্রমে ভালো আর মন্দের প্রতিভূ হিসেবে আবির্ভূত হলেও এই ছোট্ট গ্রন্থটি শুধুই নীতিকথা আর উপদেশ সংবলিত রচনা হয়ে ওঠেনি। বরং হয়ে উঠেছে শিশু-কিশোরদের মনোহারিণী একটি গল্প। এই ছোট্ট গ্রন্থটিতে সমৃদ্ধ অন্তর্জীবন, ভাবকল্পনা, চেতনা ও উপলব্ধি ভাস্বর হয়ে উঠেছে। একইসঙ্গে গল্পের বর্ণনার বাস্তব নিরিখে শিশু-কিশোরদের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা, হিতোপদেশ, মানবিক উপলব্ধির শুভ প্রভাব এবং কল্যাণ ব্যাপক ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। শিশু-কিশোরদের মনোহারী প্রায় সবকিছুই বর্ণিত ঘটনার মাধ্যমে সর্বাঙ্গে অলংকারস্বরূপ শোভাবর্ধন করছে এ গ্রন্থে।