কত প্রকার ভূতরে বাবা! সেই ভূত আবার এল ছন্দে ছন্দে। একটা বুঝি আকাশ পর্যন্ত বিস্তৃত আর একটা বুঝি রাতের মতো কালো! এই অনেক ভূতরা এল ছড়াকারদের ছড়ায়। দুই বাংলার ভূতের ছড়া পড়ে ভয়ে শিরশির করবে শরীর। আর যারা বেশি ভয় পান, তারা মনে হয় ছড়ার ছন্দে ছন্দে ভয়টা পাবেন। তখন সেই ভয়ের নামটা হবে ছন্দে ছন্দে ভয়। এপার ও ওপাড় বাংলার ভূতরা আলাদা কিনা কে জানে! তাও জানা যাবে বইটি থেকে।