রবার্ট লুইস বালফার স্টিভেনসন, জাতীয়তা স্কটিশ। জন্ম ১৩ নভেম্বর ১৮৫০ খ্রিষ্টাব্দে, এডিনবরা, স্কটল্যান্ডে পেশা : লেখালেখি, লিখেছেন: উপন্যাস, কবিতা, গল্প এবং ভ্রমণকথা নাগরিকত্ব : যুক্তরাজ্য শিক্ষা : ১৮৫৭ মিস্টার হেন্ডারসন স্কুলে ভর্তি হন, ১৮৫৯ সালে মি. হেন্ডারসন’স স্কুলে ফিরে যান। ১৮৬১ সালে এডিনবার্গ একাডেমি ভর্তি হন। ১৮৬৩ : আইলওয়ার্থ, মিডলসেক্সে বাের্ডিংস্কুল ১৮৬৪ : রবার্ট থমসন স্কুল, এডিনবরা অতপর ১৮৬৭ সালে। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন। সময়কাল ভিক্টোরিয়ান যুগ ৩ ডিসেম্বর ১৮৯৪ ভ্যালিমা, সামােয়ান দ্বীপপুঞ্জে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমীরুল ইসলাম
জন্ম ৭ এপ্রিল ১৯৬৪, লালবাগ, ঢাকা। পিতা প্রয়াত সাইফুর রহমান। মাতা প্রয়াত আনজিরা খাতুন। পিতৃব্য প্রয়াত কবি হাবীবুর রহমান, খ্যাতনামা শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যের সকল মাধ্যমে স্বচ্ছন্দ। ২০০৬-এ পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে ‘খামখেয়ালি’ ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন শিশু একাডেমির অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছােটদের পত্রিকা পুরস্কারও (২০০৭) পেয়েছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫০টির অধিক। সবই শিশুসাহিত্য। দেশের খ্যাতিমান সকল প্রকশনা সংস্থা থেকে এক বা একাধিক বই প্রকাশ পেয়েছে। দশ বছর সম্পাদক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশাের-তরুণদের উৎকর্ষধর্মী মাসিক ‘আসন্ন’র। অধুনালুপ্ত দৈনিক বাংলার ছােটদের প্রথম চার রঙের কিশােরদের পাতা সম্পাদনা করেছেন পাঁচ বছর। চ্যানেল আই-তে প্রতিষ্ঠালগ্ন থেকে অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে সিনিয়র প্রােগ্রাম ম্যানেজার হিসাবে কর্মরত। সাপ্তাহিক'এর প্রকাশকও তিনি। কৌতুকপ্রিয়, আডডাবাজ, জীবন রসিক, ভােজকপ্রিয় আমীরুল ইসলাম পৃথিবীর অধিকাংশ বিখ্যাত শহর ঘুরেছেন। পুরনাে বই ও চিত্রকলা সংগ্রহ করে থাকেন । প্রিয় সখ বইপড়া, দাবা খেলা, গান শােনা।