সুরের পৃথিবীতে এক অনন্য বিজ্ঞানী। প্রফেসর জামাল নজরুল ইসলাম। যিনি এক মগ্ন পৃথিবী নিয়ে লিখেছেন দ্য আল্টিমেট ফেট অব দ্য ইউনিভার্স। তাঁর চিন্তার গহ্বরে মৌলিক পথ ধরে আমাদের নিয়ে গেছেন রিয়েলিটিকে বুঝবার জন্য। পেয়ে যাই গতিমুখর কাব্যিক নকশাকবজ। এতেই ঘোর, এতেই শক্তি।
বিদ্যুৎ কুমার দাশ। কবি, লেখক ও লিটল ম্যাগাজিনের সম্পাদক। তিনি পরিচিত ও পরীক্ষিত মন্ত্র নিয়েই সম্পর্ক নির্মাণ করেন। মায়া ও ভালবাসা। তার তেমনি এক আদরের সম্পর্ক ছিল প্রফেসর জামাল নজরুল ইসলামের সঙ্গে। বিশ্বখ্যাত বিজ্ঞানীর কাছে অপূর্ব আবদার, শুধুই নৈরাশ্যের পৃথিবীতে ভালবাসা ছড়াবার। গভীর স্নেহার্দ্র থেকে লিখেছেন মহামানুষের কথা। জামাল নজরুল ইসলামের কথা। তাঁর সাথে সাক্ষাৎ-সৌহার্দের বহু-বিরল কথা। এই বইটি এসব নিয়েই মোহময় হয়ে ওঠেছে। বিজ্ঞান ও মানুষের কাছে রেখে যাওয়া মানবতার সুর-শৃঙ্খল, যা আজো চুম্বকত্ব নিয়ে ফেরি করা যায়। প্রবন্ধ-কথা, সাক্ষাৎকার ও অনুভূতি প্রকাশের অনন্য বই।
এই বই পূর্ণাঙ্গ জামাল নজরুল ইসলাম।
.
মনিরুল মনির
কবি
বিদ্যুৎ কুমার দাশ
Title :
ড. জামাল নজরুল ইসলাম : বটবৃক্ষের ছায়ায় (হার্ডকভার)