বোকাসোকা আর পাগলাটে স্বভাবের হিরণকে পাল্টে দেয় মুক্তিযুদ্ধ। মা, বাবা ও নিরপরাধ মানুষদের যারা হত্যা করেছে সেই মানুষরূপী দৈত্যের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য অংশ নেয় মুক্তিযুদ্ধে। দস্যি হিরণ হয়ে ওঠে মুক্তিযোদ্ধা হিরণ। এমন সব ঘটনা নিয়েই দৈত্য আর সাহসী ছেলের গল্প।
নাসরীন জাহান
নাসরীন জাহান ১৯৬৪ সালের ৫ মার্চ বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, এবং সাহিত্য সম্পাদক। আশির দশকের শুরু থেকে লেখালেখি শুরু করে "উড়ুক্কু" উপন্যাসের মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং এই উপন্যাসের জন্য ফিলিপ্স সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারও পান। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে "স্থবির যৌবন", "বিচূর্ণ ছায়া", "পথ", "হে পথ", "সারারাত বিড়ালের শব্দ" এবং "চন্দ্রের প্রথম কলা" অন্তর্ভুক্ত। "উড়ুক্কু" উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন কায়সার হক। অন্যান্য গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে "লি", "ক্রুশকাঠের কন্যা", "শঙ্খনর্তকী", এবং "ঈশ্বরের বামহাত" উল্লেখযোগ্য।