ভূমিকা সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ (স), তাঁর সাহাবীবৃন্দ ও পরিবার পরিজনদের প্রতি।
প্রত্যেক মুসলমান ইসলামী আইনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ইসলামী আইনের বাহিরে কোন মুসলমান অবস্থান করতে পারেনা। কাজেই প্রত্যেক মুসলমানের ইসলামী আইন তথা শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া একান্ত প্রয়োজন। সে বিষয়ের প্রতি দৃষ্টি রেখে আমরা মাসআলা মাসায়েল নামক একখানা গ্রন্থ রচনার প্রয়াস পাই। এ গ্রন্থে মুসলমান নারী-পুরুষের প্রয়োজনীয় এবং জরুরী মাসআলা মাসায়েল ও প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে আমাদের এ প্রয়াস। আমরা আশা করি, এ গ্রন্থখানার মাধ্যমে প্রত্যেক মুসলমান কমবেশী উপকৃত হবেন।
এ গ্রন্থখানা রচনা করতে দেশী-বিদেশী অনেক মনীষীর রচিত গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে। এর মধ্যে বিশেষ করে আশরাফ আলী থানভী (র.) এর বেহেশতী জেওর গ্রন্থখানা অন্যতম। যাদের গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে, তাদের কাছে আমরা ঋণী থেকে গেলাম।
ভুলত্রুটি মানুষের স্বভাবজাত ধর্ম। কাজেই এ গ্রন্থখানা রচনা করতে ভুল ত্রুটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। শুধী পাঠক সমাজের কাছে আমাদের অনুরোধ, যদি কোন ভুলত্রুটি দৃষ্টিগোচর হয়, তবে আমাদেরকে অবগত করালে পরবর্তীতে সংশোধন করার ব্যবস্থা করা হবে। আল্লাহ হাফেজ।
সম্পাদক মুহাম্মদ শাহজাহান খান
হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রঃ)
আশরাফ আলী থানভী (জন্ম: আগস্ট ১৯, ১৮৬৩ - মৃত্যু: জুলাই ৪, ১৯৪৫) ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানাভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে "থানভী" যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি "হাকীমুল উম্মত" (উম্মাহর আত্মিক চিকিৎসক) উপাধিতে পরিচিত। মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারের সংস্থা দাওয়াতুল হক তাঁরই প্রতিষ্ঠিত।
মাওলানা ফজলুল করীম আনওয়ারী
মোহাম্মদ শাহজাহান খান
Title :
দৈনন্দিন জীবনে পুরুষ ও মহিলাদের জরুরী মাসআলা-মাসায়েল এবং প্রশ্ন ও উত্তর