ভূমিকা দীর্ঘ প্রায় ঊনপঞ্চাশ বছর পর ‘তপোবন আশ্রম’ কর্তৃপক্ষের উদ্যোগে “দয়ালের উপদেশ” মহামূল্যবান গ্রন্থখানি পুনঃপ্রকাশ করা হয়। এটি তৃতীয় সংস্করণ । ইতঃপূর্বে প্রকাশিত দ্বিতীয় সংস্করণে মুদ্রিত উপদেশ বানীসমূহে সম্বোধনসূচক শব্দ গুলোয় পরিবর্তন আনা হয়েছিলো। তৃতীয় সংস্করণে সেই পরিবর্তন বজায় না রেখে প্রথম সংস্করণের অনুসরণ করা হলো। শুরু ও শিষ্যের গভীর ভাব আলাপনে ও উপদেশকালে শুরু কর্তৃক শিষ্যের প্রতি যে মধুর ও আন্তরিক সম্বোধন উচ্চারিত হয়, তা হচ্ছে -‘দেখ’, ‘ওরে’ ইত্যাদি। প্রথম সংস্করণে যা ছিল, তৃতীয় সংস্করণে তা বজায় রাখা হলো।
তপোবন আশ্রম কর্তৃক আপন কর্তব্য পালানার্থে ‘দয়ালের উপদেশ’ অমর গ্রন্থখানি প্রকাশ, সংরক্ষণ ও প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে। জগতের ক্লান্ত, শ্রান্ত ও আহত দিশেহারা মানুষের শান্তি ও প্রকৃত পথের সন্ধান ‘দয়ালের উপদেশ’ এ আছে। অমর উপদেশ বাণীসমূহ থেকে মানুষ শান্তি ও জীবন্মুক্তির পথে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে, এ কামনায়-- বিনীত তপোবন আশ্রম কর্তৃপক্ষ ইষ্টগ্রাম, দেবিদ্বার,কুমিল্লা