

ডাবল স্ট্যান্ডার্ড ২.০ (হার্ডকভার)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেনঃ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। পুরুষ ও নারী একে অপরের মুখাপেক্ষী। একজনকে ছাড়া অপরজন অসম্পূর্ণ। এই বিষয়টি আমাদের ইসলাম ধর্মে খুব সুন্দর করে বলা হয়েছে। অথচ আমরা নারীদের প্রাপ্য সম্মানটুকু সব সময় দেই না। আমরা ভুলে যাই আমাদের সাফল্যের পিছনে আমাদের মায়েদের বা স্ত্রীদের অবদান। এক্ষেত্রে আমরা দ্বিমুখী আচরণ করি। আমাদের এই রকম আচরণ নিয়ে লেখা একটি অসাধারন বই ডাবল স্ট্যান্ডার্ড ২.০ বইটি। বইটি সকলেরই পড়া উচিত।
বইটি একটি গল্পের বই। গল্পের শুরুটা মেয়েলি চরিত্র দিয়ে হলেও বইটি সবার জন্য গুরুত্বপূর্ণ। পুঁজিবাদের মূলে আঘাত করে গল্পের সুতো টানা হয়েছে পাশ্চাত্য সভতার একটি শাখার দিকে। ফেমিনিজম, তথা নারীবাদের অসারতা তুলে ধরে প্রমাণ করা হয়েছে ইসলামের সফলতা। ফেমিনিজম নারী ঘনিষ্ঠ সমস্যা হলেও এর পিছনে অনেক সময় পুরুষদের যথেষ্ট হাত থাকে। তাছাড়া সমাজে নারী পুরুষ থেকে বিচ্ছিন্ন কোন সত্তা নয়। নারীর অনেক কিছু সংশ্লিষ্ট আছে পুরুষের সাথে। আবার পুরুষেরও অনেক কিছু জড়িয়ে আছে নারীর সাথে। সেই ধারাবাহিকতায় গল্পের প্লটে বেশ কয়েকটি পুরুষ চরিত্রও স্থান পেয়েছে। আবার পাশ্চাত্যের যেই মূল সূত্রগুলোকে লেখক আঘাত করেছেন, সেটা সবার জন্যই সমান গুরুত্ব রাখে। সুতরাং মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী নির্বিশেষে সবার জন্যই বইটি খুবই গুরুত্বপূর্ণ। সভ্যতার এই লড়াইয়ে জিততে হলে লড়াই করতে হবে বিশ্বাস দিয়ে। সব যুক্তি-প্রশ্নের শেষ পেরেক হলো বিশ্বাস। প্রতিটি সভ্যতাই দাঁড়িয়ে আছে নিরেট বিশ্বাসের উপর, যুক্তির উপর নয়। পাশ্চাত্য সভ্যতার ক্ষেত্রেও এই কথা সত্য। তাই বিশ্বাস দিয়ে আক্রমণ করতে হবে তাদের বিশ্বাসে।
SIMILAR BOOKS
