ফ্ল্যাপের কিছু কথাঃ আমাদের গদ্য সাহিত্য ভাবনা-বৈচিত্রে নতুন অবয়ব পাচ্ছে, আর এক পুরোভাগে আছেন কথকাররা। বিশেষ করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের লেখক প্রজন্ম মুক্তির গৌরব ধারণ করেই সৃষ্টি ফল্গুধারা বইয়ে দিচ্ছেন। তবে এর মধ্যে হাতেগোনা কয়েকজন তরুণ দৃশ্যত উজ্জ্বল হয়ে উঠছেন। শাহনেওয়াজ চৌধুরী তাদের অন্যতম। তার গল্প-উপন্যাস প্রকৃত অর্থেই চিন্তা ও শৈলীতে স্বকীয়। তার ভাবনার গভীরতা এবং সৃষ্টি কুশলতা প্রশংসাযোগ্য। আর এটি সম্ভব হয়েছে পড়াশোনা ও নিরন্তর চর্চার ফলে। বড়দের পাশাপাশি ছোটদের জন্যেও লিখে যাচ্ছেন তিনি। শিশু-কিশোর উপযোগী তার সৃষ্টি সহজেই সবুজ মন স্পর্শ করে। শাহনেওয়াজ চৌধুরী’র লেখার ভাষা প্রাঞ্জল, সাবলীল, গতিময় যা শিশুসাহিত্যের ক্ষেত্রেঅনিবার্য। এধরনের কিছু গল্প নিয়ে তার ‘দশ রকম কিশোর গল্প’ বইটি। এই বইটির ধরন এবং নামকরণের আইডিয়াটিও কিছুটা ভিন্নতর। বইটিতে যেমন মাকে নিয়ে, মুক্তিযুদ্ধ, একুশ এবং মানবিক গল্পের মতো মূলধারার গল্প রয়েছে, তেমনি রয়েছে ভূত-গোয়েন্দা-রহস্য গল্পের মতো চটুল গল্প। তাই গল্পগুলো পড়েতে গিয়ে ছোট-বড় সব বয়েসী পাঠক প্রতিটি গল্পের ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন। প্রতিটি গল্পেরই ভিন্ন প্রেক্ষাপট। ভাবনাও ভিন্ন। আর কাহিনীর বুননন যেন ভোরের আকাশে চাঁদের পাশে শুকতারাটির মতো মায়াবী। তাই শাহনেওয়াজ চৌধুরী’র এই বইটির গল্পগুলো শিশু-কিশোরদের পাশাপাশি বড়দের মনও স্পর্শ করবে।