গতিশীল এই পৃথিবী প্রতিনিয়তই পরিবর্তনশীল। এই পরিবর্তনের ধারা বেয়ে মানব জীবনে আসে নতুন নতুন অনেক সমস্যা। তাই সাহাবায়ে কেরাম ও তাবেয়ীদের পরও প্রত্যেক যুগে ইমাম ও ফকীহদের বিশাল এক জামাত মানুষের নানাবিধ সমস্যার সুষ্ঠু, সুন্দর ও সর্বোত্তম সমাধান দিয়ে ইসলামের সর্বজনিনতা ও পূর্ণতা প্রমাণ করে আসছেন। ইসলামী জ্ঞান-বিজ্ঞানের বিশাল ভাণ্ডার এর উজ্জ্বল প্রমাণ বহন করছে। জিজ্ঞাসা ও সমাধানের এ ধারা এখনও অব্যাহত আছে।
হাটহাজারী মাদরাসার শুরু থেকেই অভিজ্ঞ উস্তায ও মুফতীগণ এ ধরণের নানাবিধ নতুন সমস্যার সমাধান দিয়ে আসছেন। আজও সে ধারা অব্যাহত রয়েছে। ইন শা আল্লাহ কিয়ামত অবধি থাকবে। সেই ধারাবাহিকতায় ‘কিসমুত তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী’ বিভাগে অধ্যয়নরত সমাপনী বর্ষের ছাত্ররা সমকালীন বিভিন্ন বিষয়ের উপর ৪৫টি গবেষণামূলক প্রবন্ধ তৈরি করেছে। হানাফি মাযহাবের আলোকে। হাটহাজারী মাদরাসার মুফতী আযম ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতী আব্দুস সালাম চাটগামী প্রবন্ধগুলোর প্রয়োজনীয় সংশোধন করেছেন। এছাড়া সম্পাদনায় আছেন আল্লামা মুফতী নূর আহমাদ দা.বা. সহ আরও অনেকে।