জন্ম কুমিল্লা জেলা হোমনা উপজেলার সবুজে ঘেরা ছয়ফুলাকান্দি গ্রামে। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহন করা বাবা মার আদরের প্রথম সন্তান। ছোট বেলা থেকে স্বপ্ন দেখেন ছাপার অক্ষরে তার লেখা প্রকাশিত হোক।তিনি লেখালেখির স্বপ্ন নিয়ে বই নিয়ে কাজ করেন বাংলাদেশে প্রথম অন লাইন বইয়ের ই-কর্মাস পোর্টাল রকমারি ডটকম। রকমারির সাথে তার পথচলা দীর্ঘ প্রায় পাঁচ বছরের ও বেশি সময়। তিনি স্বপ্ন দেখেন গ্রামের মৃদু হাওয়ায় নিজেকে ভাসিয়ে রাখতে। বাবার পছন্দ করা মেয়ে ইসরাত জাহান জলির সাথে বিবাহ নামক মায়ার বাঁধনে নিজেকে আবদ্দ করেন। বর্তমানে তিনি এক সন্তানের জনক। তিনি বর্তমানে একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।