ফ্ল্যাপের কিছু কথাঃ অসহযোগ আন্দোলন। মুক্তিযুদ্ধের অব্যবহিত পূর্বেকার এ সময়টিতেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রস্তুতি। বাংলার আনাচে-কানাচে, শহর-বন্দর-গ্রামে, নতুন এক স্বপ্নের প্রত্যয় নিয়ে জেগে উঠেছিল সকল স্তরের সব মানুষ। সেই উন্মাতাল দিনগুলোর কথা আমরা কী ভুলতে পারি? ধলপহর সেই অসহযোগ আন্দোলনের সময়কার সতেরো দিনের কাহিনী। ব্যক্তি মানুষের সুখ-দুঃখ, পাওনা-না পাওয়ার সঙ্গে ওতপ্রোত মিমে আছ দেশের এক অসাধারণ সময়-নতুন দিনের নতুন আলোর প্রতীক্ষায় অধীর অস্থির এক সময়। এ ছিল স্বাধীনতার সূচনালগ্ন-আলো-আঁধারের স্বপ্নময়তার মধ্যে জেগে উঠতে-থাকা সোনালি প্রভাত।