দহনকালের স্মৃতি নাসিম সাহনিক বই সংক্ষেপ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে দুটো টাইমফ্রেমকে মাথায় রেখে রচনা করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসটি। একটি ফ্রেমে রয়েছে ১৯৭১ সাল এবং আরেকটি ফ্রেমে রয়েছে ২০২১ সাল। অনেকটা বাস্তবতার নিরীখে ইতিহাসের পাশে থেকে এগিয়ে গিয়েছে এই উপন্যাসের গল্পগুলো আর চরিত্রগুলো। ১৯৭১ সালে যে স্বপ্নগুলো বাসা বেঁধেছিল, ২০২১ সালে এসে সেই স্বপ্নগুলো কি রকম বাস্তবতা পেল? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা এই উপন্যাস মুক্তিযুদ্ধের সময়কে যেমন তুলে ধরেছে তেমনি স্বাধীনতার পঞ্চাশবছর পরে মুক্তিযুদ্ধের চেতনাকে ছুঁয়ে দেখার চেষ্টা করেছে।