‘'দহন দিনের গান’ একটি পরিবারের গল্প । যে পরিবারে থাকে নানান রকমের সংকট। তবুও আকাশভরা ভালোবাসা, পূর্ণিমাভরা রাত, রাতের মতো গাঢ় হতে থাকে অসম সম্পর্ক ।তাদের চোখের সামনে বা আড়ালে রচিত হয় অসংখ্য গল্প । মনের ভেতরে মিশে যায় ভালোবাসা, দহন দিনের ভালোবাসা এবং ভালোবাসার অপেক্ষা।