বাংলাদেশ-নেপালের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে ২১ হাজার ৪৪৩ ফুট উঁচু ‘দোগারি হিমাল’ শৃঙ্গে প্রথমবারের মত দুই দেশের পতাকা ওড়াতে আমরা অভিযান করি বাংলাদেশ ও নেপালের আট পর্বতারোহী। দোগারি হিমালে কোনো অভিযান হয় নাই এবং এটার পথঘাট সম্পূর্ণ অজানা।
অভিযান হলে মানুষ জানতে পারে যে বেসক্যাম্প কোথায় হবে, কোন দিক দিয়ে যেতে হবে। কিন্তু যেহেতু এখানে কোনো অভিযান হয় নাই, সেহেতু আমরা কিছুই জানি না। এমনকি কয়টা ক্যাম্প আমাদের তৈরি করতে হবে। সম্পূর্ণ অজানা। ওখানে গিয়ে আমাদের সবকিছু করতে হবে, কী কী হ্যাজার্ড আমাদের মোকাবেলা করতে হবে, ওইখানে গিয়েই আমাদের বুঝতে হবে।
এই অজানা পর্বতের অচেনা পথে অভিযান করা যতোটা রোমাঞ্চকর ঠিক ততোটাই ভয়ংকর ও বিপদজনক।