তরুণ আর স্মার্ট পাঠকদের কথা মাথায় রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী যোদ্ধা আর প্রত্যক্ষদর্শীদের লেখা সত্য ঘটনা দিয়ে সাজানো হয়েছে এই সংকলন । ছয় বছরব্যাপী সংঘটিত এই যুদ্ধের ধারাবাহিকতা ঠিক রাখতে গল্পগুলো ক্রমানুসারে সাজানো হয়েছে । গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে প্রতিটি গল্পে ক্যাপশনসহ প্রাসাঙ্গিক ঐতিহাসিক ছবি সংযোজন করা হয়েছে । এছাড়াও সামরিক ইতিহাসের ভক্তদের কথা মাথায় রেখে অধিকাংশ গল্পের শেষে থাকছে পাদর্টীকা, যেখানে গল্পের সাথে সংশ্লিষ্ট অভিযানটির একটি সার্বিক ইতিহাস তুলে ধরা হয়েছে ।
হ্যাপি রিডিং!
মেজর মোঃ দেলোয়ার হোসেন
মেজর মাে. দেলােয়ার হােসেন।
এসপিপি, পিএসসি জন্ম ২৯ নভেম্বর ১৯৭৯, ঢাকা । ২০০০ সালে সেনাবাহিনীতে যােগ দেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েট আধুনিক দৃষ্টিকোণে সানজুর দ্য আর্ট অব ওয়ার বইয়ের জন্য ‘সেনাপারদর্শিতা’ পদক পান। হিস্ট্রিক্যাল ফিকশন লেখেন নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন সামরিক জার্নালে। তাঁর রচিত ও সম্পাদিত উল্লেখযােগ্য গ্রন্থ : বাংলাদেশের বীরগাথা, মহাবীর খালিদ বিন ওয়ালিদ-এর ইয়ারমুল্ক যুদ্ধ, দ্য বেস্ট ওয়ার স্টোরিজ ।