ডেসটিনি ডিজরাপ্টেড (হার্ডকভার)
ডেসটিনি ডিজরাপ্টেড বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসাধারণ একটা বই অত্যন্ত সুন্দর লেখনী দিয়েই লেখক বইয়ের কথা গুলো তুলে ধরেছেন। আমি একথায় বলবো বইটি ভাল
ডেস্টিনি ডিজরাপ্টেড সম্পর্কে প্রচারণা ছিল এটি একটি ইসলামিক এনসাইক্লোপিডিয়া এই কথা বলার পর এবং বই পড়ার পর রিভিউ লেখার আর কিছু থাকে না তারপরও তো অনেক কিছু বলা যায়। যারা ইসলাম ও ইসলামী বিষয় নিয়ে জানার আগ্রহ তাদের মনে অনেক প্রশ্ন উত্তর দেয়ার মত কেউ ছিলনা এই বইটি পড়ে উত্তরগুলি পাওয়া যায়। যেমন jamaat-e-islam হাসানুল বান্না কার দ্বারা মোটিভেটেড তাহলে বান্না কার দ্বারা মোটিভেটেড, তেল খনির দখল কিভাবে পশ্চিমাদের হাতে গেল, শিল্প বিপ্লবের ঘটনা আরব দেশগুলির অমুসলিম কিভাবে হল তার উত্তর পাওয়া গেল এই বইতে।এভাবে শত শত প্রশ্ন ও তার উত্তর আছে ইসলামের এই দুর্দিনে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তাদের রক্তক্ষরণ আরো বেড়ে যাবে এই বই পড়লে কিন্তু তারপরও তা পড়তে হবে এবং জানতে হবে। এই বইয়ের সবচাইতে বড় অবদান হলো এখানে এত বেশি উদাহরণ আছে যে বাংলাদেশের বাস্টারডাইজেশন ছবির মত চোখে ভেসে ওঠে বাংলাদেশ কিভাবে ইন্ডিয়াতে ধর্ষিত ছবির মত চোখে ভেসে ওঠে বাংলাদেশ কিভাবে ইন্ডিয়া দ্বারা ধর্ষিত হচ্ছে এবং হবে তার উদাহরণ পেতে হলে এই বইটি পড়তে হবে। বইটিতে লেখক সংক্ষেপে পৃথিবীর শুরু থেকে টুইন টাওয়ার ধ্বংসের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুলে ধরেছেন। মাত্র 470পেইজে পুরো পৃথিবীর ইতিহাস তুলে ধরতে হলে সকল ঘটনা বর্ণনা করা সম্ভব নয়। ইসলামের ভিতরে বিভিন্ন মতের লোকজন আমাদের সামনে ইসলামের ইতিহাস বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করেছেন। কিন্তু লেখক যথাসম্ভব নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। ইসলামের ইতিহাস নিয়ে আপনার ব্যাপক পড়াশোনা থাকলে হয়তো আপনি লেখক এর নিরপেক্ষতার খুত ধরতে পারবেন। যদিও লেখক নিজেকে নিরপেক্ষ দাবি করেননি। লেখক এখানে খুব সুন্দর করে মুসলিম জাতির ইতিহাস তুলে ধরেছেন। আমরা মুসলিম্রা যদি আমাদের ইতিহাস ভালো করে জানতে চাই তাহলে আমি বলব যে আমাদের সকলের এই বইটা পড়া উচিত।