বাংলা সাহিত্যে অসাধারণ মেধার পরিচয় দিয়ে আজও মহাকাব্যের ইতিহাসে রাজ সিংহাসন দখল করে আছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)। সাহিত্য ক্ষেত্রে সেই যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্য হিসেবে বিবেচিত মহাকাব্য 'মেঘনাদবধ' সৃষ্টি হয়েছে তাঁর হাতে।
বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত উনবিংশ শতাব্দীর জেগে ওঠা বাংলাকে ধারণ করেছিলেন মন ও মননে। প্রচলিত ধারাকে ভঙ্গ করে বাংলা সাহিত্যে প্রথম হাসির নাটক কিংবা বেদনার নাটকের স্রষ্টা হিসেবে আজও তিনি সমুজ্জ্বল; তিনিই পথিকৃৎ।
তিনি একজনই যিনি বাংলা সাহিত্যে নতুন ছন্দ, নতুন মাত্রা আর নতুন গতিপথের দিশারী। যতদিন তিনি সাহিত্যাকাশে বিচরণ করেছেন স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়েই পাড়ি দিয়েছেন কন্টকাকীর্ণ পথ।
আধুনিক ধারার যুগস্রস্টা বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী মধুকবির জন্মের দ্বিশতবর্ষে (১৮২৪-২০২৪) এসেও আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে ভাবায় তাঁর অসাধারণ সৃষ্টিগুলো। তাই জন্মের দ্বিশতবর্ষে এসেও মাইকেল মধুসূদন দত্ত আমাদের কাছে প্রাসঙ্গিক।