ডিসকোর্স অন মেথড: জ্ঞানের পদ্ধতি বিষয়ে পর্যালোচনা রেনে দেকার্ত
অনুবাদক : ডাঃ পিনাকী ভট্টাচার্য
ডিসকোর্স প্রথম প্রকাশিত হয় ১৯৩৭ সালে, যা দেকার্তের জ্ঞান তত্ত্বের প্রথম প্রকাশনা হিসাবে পরিচিত।পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ এবং উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানের পথে অভিজ্ঞতাবাদীরা অগ্রসর হন।ডিসকোর্স হচ্ছে দেকার্তের চিন্তার মূলসূত্র এবং পদ্ধতি, যেখানে তিনি জ্ঞানের অনুসন্ধানে তাঁর পদ্ধতি ব্যাখ্যা করেছেন। দেকার্তের এই দরজা দিয়ে সকলে আধুনিক দর্শন জগতে প্রবেশ করে। পাঠককে দেকার্তের চিন্তার সাথে পরিচয় করে দেওয়ার আকাঙ্খা থেকে এই অনুবাদের প্রয়াস। বাংলাদেশে দর্শনশাস্ত্রের চর্চা খুবই কম।তার চেয়েও কম দর্শনের ক্ল্যাসিক গ্রন্থগুলোর অনুবাদ। এই অনুবাদ সেই চাহিদা পূরণে একটা বড় ধাপ।
রেনে দেকার্ত জন্ম : মার্চ ৩১, ১৫৯৬ ; মৃত্যু : ফেব্রুয়ারি ১১, ১৬৫০
ফরাসী দার্শনিক, কার্টেসিয়ান জ্যামিতির জনক। যাঁর কাজ অংকশাস্ত্র এবং দর্শনের আধুনিক ধারার ভিত্তি তৈরী করেছে। গ্যালিলিও-এর সমসাময়িক দার্শনিক রেনে দেকার্ত। তাঁর বিখ্যাত উক্ত “আই থিংক, দেয়ারফোর আই অ্যাম”।
তাঁর বিখ্যাত বই : মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি, ১৬৪১ ; দ্য প্রিন্সিপালস অব ফিলোসফি, ১৬৪৪ ; প্যাশনস অব দি সোল, ১৬৪৯ ও রুলস ফর দি ডিরেকশন অব মাইন্ড। রচনা ১৬২৮, প্রকাশ ১৭০১ মৃত্যুর পর।
ডা: পিনাকী ভট্টাচার্য। শিক্ষা চিকিৎসা বিজ্ঞানে, পেশায় ঔষধ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা। প্রগতিশীল, রবীন্দ্রভক্ত, মার্কসীয় দর্শনে উদ্দীপ্ত এক সময়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছিলেন ও রাজশাহী মেডিক্যান কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। নাস্তিকতার মার্কসীয় দর্শনের মতো দেকার্ত এর যুক্তিবাদ তাঁকে হয়তো বিশ্বাসী করেনি কিন্তু অনুরক্ত করেছে। এই অনুরাগ থেকেই দেকার্তের ডিসকোর্স অন মেথড অনুবাদ। স্ত্রী নিম্মি ও পুত্র ঋষভ নিয়ে সুখী ব্যক্তিজীবন।
রেনে দেকার্ত
Title :
ডিসকোর্স অন মেথড : জ্ঞানের পদ্ধতি বিষয়ে পর্যালোচনা (হার্ডকভার)