‘দিনের মৌমাছি’ উপন্যাসটি আমার গত উপন্যাস ‘মখমল দিনে’র সূত্র ধরে আরও একটি ক্ষুদ্র প্রচষ্টা বলা যেতে পারে। এই সময়টাকে আমি প্রত্যক্ষ করেছি আমার যৌবনে। এখানে পর্যবেক্ষণে এনেছি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নর-নারীর জীবন ভঙ্গি, আমাদের পুরুষ শাসিত সমাজে মহিলাদের মাথা তুলে দাঁড়াবার প্রচেষ্টা। নানা চরিত্রের মধ্যে মূল চরিত্রের সামাজিক অবস্থান।