দেশের অন্যতম প্রভাবশালী এক গডফাদারের প্রধান সহকারী আহত অবস্থায় মারা যায় ডাক্তার তুলির তত্ত্বাবধানে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে অপরাধ জগত থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার একাধিক দল সক্রিয় হয়ে ওঠে ডাক্তারকে নিজেদের করায়ত্ব করতে। প্রাণ বাঁচাতে ডাক্তার তুলিকে সাহায্য গ্রহণ করতে হয় অচেনা একজন মানুষের কাছ থেকে। দুজনে মিলে নিজেদের রক্ষা করতে গিয়ে ঢুকে পড়ে অপরাধ জগতের অন্দরমহলে। একটি মৃত্যুকে ঘিরে আবর্তিত হওয়া তিনজন মানুষ; একজন ডাক্তার, এক খুনি আর একজন পুলিশ অফিসার। আবর্তনের কেন্দ্রবিন্দুতে সক্রিয় ক্ষমতা, লোভ, প্রতিহিংসা আর বিশ্বাসঘাতকতা মানুষগুলোকে ঠেলে দেয় পরিশিষ্ট পরিণতির দিকে।
রবিন জামান খান
রবিন জামান খানের জন্ম ময়মনসিংহ শহরে, পৈত্রিক নিবাস নেত্রকোনার কেন্দুয়ায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়শােনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্বে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতাকে পেশা ও লেখালেখিকে নেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন সঙ্কলনে বেশকিছু মৌলিক ও অনুবাদ গল্প প্রকাশিত হয়েছে। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার মৌলিক গৃলার উপন্যাস ২৫শে মার্চ, সপ্তরিপু, ফোরটি এইট আওয়ার্স, দিন শেষে, আরােহী ও অন্ধ প্রহর। বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে পুণপ্রকাশিত হয়েছে তার ২৫শে মার্চ ও সপ্তরিপু। ভারতবর্ষের ইতিহাস ও ইতিহাসের রহস্যময় ঘটনাবলী নিয়ে আগ্রহ থেকে বর্তমানে কাজ করে চলেছেন একাধিক ইতিহাস নির্ভর ধূলার উপন্যাস নিয়ে। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।