দিন যায় রাত যায়
বইয়ের নাম: দিন যায় রাত যায় প্রকাশনীঃআনন্দ পাবলিশার্স পৃষ্ঠা সংখ্যা: ১১২ রেটিংঃ ৮.৫/১০(ব্যক্তিগত) সমরেশ মজুমদারের "দিন যায় রাত যায়" উপন্যাসের প্রধান চরিত্র তিস্তা। বাবা-মায়ের একমাত্র মেয়ে।পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজে,ইংরেজিতে।বাবার স্বপ্ন ছিল তিস্তা ইংরেজিতে অনার্স করবে,ইংরেজি সাহিত্য নিয়ে রিসার্চ করবে, নামের আগে ডক্টরেট যোগ করবে।তিস্তারও একই স্বপ্ন ছিল। কিন্তু বয়সটি যে আঠারো।তিস্তা করে ফেলে মস্ত বড় একটি ভুল।সুমিত নামের একটি বেকার ছেলের সাথে রিলেশনে জড়িয়ে বিয়ে করে ফেলে। মানুষ যখন ভালোবাসে তখন ইশ্বর তাকে ভবিশ্যত দেখতে দেন না কেন?ভবিশ্যত দেখতে দিলে হয়তো তিস্তা এরকম ভুল করত না। বিয়ের পরে সুমিতের অস্বাভাবিক আচরণ প্রকাশ পেতে শুরু করে।বিয়ের আগে যে টান ছিল,উন্মাদনা ছিল সেটা আর নেই। সুমিতের বিভিন্ন অস্বাভাবিক কর্মকান্ড তিস্তার কাছে অসহ্য লাগতে শুরু করে।কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন করতে পারে না। ভালোবেসে যে মানুষটিকে বিয়ে করেছিল তিস্তা,সেই মানুষটিই বিয়ের পরে কেমন জানি অচেনা হয়ে যায়।ভালোবাসার মানুষটির উপর ভরসা করে,বিস্বাস করে বাবা মায়ের আপত্তি থাকা সত্তেও বিয়ে করে ফেলা,বাসা ভাড়া নেওয়া।এসব কি কয়েকদিন একসাথে থাকার জন্য শুধু করা?নাকি সারাজীবন একজন অপরজনের সুখ দুঃখ ভাগাভাগি করে একসাথে থাকার জন্য।একদম মৃত্যুর আগ পর্যন্ত।ভালোবাসাই কি তবে ভুল? সুমিতের এরকম আচরণ,কর্মকান্ড দেখে তিস্তা পালিয়ে বাপের বাড়ি চলে আসে।এই পালিয়ে আসার অংশটুকু আমার কাছে দারুণ লেগেছে।যেন কোনো অ্যাডভ্যাঞ্চারে নেমেছে তিস্তা। সফলভাবেই বাড়িতে আসে তিস্তা এবং একটা সময় তাদের ডিভোর্স ও হয়ে যায়। এখন প্রেম ভালোবাসার সম্পর্ক উপন্যাসের পাতায় ব্যাখ্যা গুলোর কথা ভাবলে তিস্তার নিশ্বাসে কষ্ট জমে।রবীন্দ্রনাথ শোনলে বুক ভারী হয়ে আসে তিস্তার।সুমিত অধ্যায়টি কিভাবে যেন শেষ হয়ে গেল।কি বিস্বাসটি না করেছিল সুমিত কে। তিস্তার জীবনে বিশাল বড় পরিবর্তন আসে।ভালো চাকরি করে।ভালো বেতন পায়।কিন্তু এই সুখ কি তিস্তার কপালে থাকবে?তিস্তা কি আবার একই ভুল করবে?সামনে কি বড় কোনো ঝড় অপেক্ষা করছে? জানতে হলে বইটি পড়ে ফেলুন। সমরেশ মজুমদার খুব সুন্দরভাবে এক নারীর জীবন সংগ্রামের কথা ফুটিয়ে তুলেছেন বইটিতে।তিনি বইটিতে দেখিয়েছেন নারীরা এখনো পুরুষদের কাছে বন্দিনি।তিনি দেখিয়েছেন নারী মানেই প্রতিমুহুর্তে লড়াই এর জীবন যদি না সে পুরুষের কথামতো চলে,পুরুষের দাষি হয়ে থাকে।পৃথীবির এই সামাজিক অবস্থার কবে পরিবর্তন হবে? মানুষ মানুষের বিস্বাস নিয়ে কত রকমের খেলা খেলতে পারে বইটি পড়লে বুঝতে পারবেন।একের পর এক ভুল।সঠিক মানুষ খোজার ব্যর্থ প্রয়াস।এই জীবন যেন বঞ্চনা-প্রবঞ্চনার।আহা!এ আমি কি পড়লাম😍 পড়ুন ভালো লাগবে💓বিশেষ করে মেয়েদের মাস্ট পড়া উচিত বইটা।মেয়েদের,ছেলেদের শেখার অনেক কিছু আছে বইটিতে।