হাসান তারেক চৌধুরী আদি বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর গ্রামে। জন্ম ঢাকায় ২৩ মে ১৯৭০ তারপর থেকে লেখাপড়া ও বেড়ে উঠা ঢাকাতেই। ব্যক্তিজীবনে এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে আঁটোসাটো সংসার । শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও কর্মজীবনে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে প্রধান মানব সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। শিক্ষা ও কর্মজীবনের এই ব্যাপ্তিই তার বহুমাত্রিক চরিত্র ও আগ্রহের অন্যতম প্রকাশ। স্কুলজীবন থেকে সাহিত্য অনুরাগী, আজীবন বিজ্ঞানমনস্ক, এদিকে কর্মযােগ ব্যবস্থাপনায়। ভিন্নমাত্রার এই ব্যতিক্রমধর্মী যােগ মানুষের মনােজগত সম্পর্কে তাকে আগ্রহী করে তােলে, যার ফসল। প্যারাসাইকোলজি ও স্পেকুলেটিভ সায়েন্স ফিকশনের সমন্বয়ে লেখা এক নতুন ধারার বই। প্রথম বই দ্বিখণ্ডিত বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করা পর যুগল মানব’ এই ঘরানায় তার লেখা দ্বিতীয় বই