শুরুর কথা বলা হয়, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে সব পরিষ্কার হয়ে যায়, এখন এনসেই টানকাডো হাড়ে হাড়ে টের পাচ্ছে, কথাটা একেবারে সত্যি। বুকের একপাশ চেপে ধরে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যাবার আগ মুহূর্তে সে তার কাজের ভুল দিকটা ধরতে পারে। লোকজন চারধার থেকে ভিড় জমাচ্ছে, ঝুকে আসছে তার উপর, চেষ্টা করছে সাহায্য করার। কিন্তু দেরি হয়ে গেল, অনেক বেশি দেরি হয়ে গেল। এখন আর কিছূ করার নেই। কাঁপতে কাঁপতে সে বা হাতটাকে উচু করে ধরে। খুলে দেয় মুষ্ঠিবদ্ধ কয়েকটা আঙুল। মনে মনে বলে, আমার হাতের দিকে দেখ! চারপাশের লোকজন তাকায় তার হাতের দিকে, আঙুলগুলো বাঁকা। জন্মগতভাবে অক্ষম টানকাডো। সেটা জানানো তার উদ্দেশ্য নয়। কিন্তু মূল ব্যাপারটা বুঝতে পারে না কেউ। তারও বোঝানোর মত উদ্দেশ্য নয়। কিন্তু মূল ব্যাপারটা বুঝতে পারে না কেউ। তারও বোঝানোর মত শক্তি নেই। বাঁকা আঙুলে গেঁথে আছে একটা সোনালি আঙটি। আন্দালুসিয়ান সূর্যের দীপ্তিতে মুহুর্তের জন্য ঝিকিয়ে ওঠে সেখানকার চিহ্নগুলো। অস্তাচলে যাচ্ছে দিবাকর। এনসেই টানকাডো জানে এটাই তার জীবনের শেষ রাত।
মাকসুদুজ্জামান খান
ড্যান ব্রাউন
সর্বকালের সেরা বিক্রিত বই ‘দ্য দা ভিঞ্চি কোড’-এর লেখক ড্যান ব্রাউনের জন্ম আমেরিকায়। আমহার্স্ট থেকে গ্র্যাজুয়েশন করার পর কিছুদিন ইংরেজি-সাহিত্যের শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। 'গণিতজ্ঞ বাবা আর সঙ্গিতজ্ঞ মায়ের সন্তান হিসেবে বিজ্ঞান আর ধর্মের বিরােধপূর্ণ দর্শনের মধ্যে বেড়ে উঠেছেন ব্রাউন। কোড ব্রেকিং, ইতিহাস, ধর্ম, বিজ্ঞান আর 'ছদ্মবেশি সরকারি এজেন্সির প্রতি বরাবরই তার আগ্রহ রয়েছে।
তার সৃষ্ট সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন চরিত্রটি সারাবিশ্বে তুমুল জনপ্রিয়। দ্য দা ভিঞ্চি কোড, অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস, লস্ট সিম্বল, ইনফানোর পর অরিজিন রবার্ট ল্যাংডন সিরিজের পঞ্চম বই। তার এই সিরিজের তিনটি উপন্যাস নিয়ে এরইমধ্যে হলিউডে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, খুব শিঘ্রই। '‘অরিজিন’ও মুক্তি পাবে চলচ্চিত্র হিসেবে। বর্তমানে এই জনপ্রিয় লেখক স্ত্রী কেইট ব্লাইথকে নিয়ে আমেরিকার নিউ ইংল্যান্ডে বসবাস করছেন।