পনেরো বছর বয়সী এক সাধারণ ছেলে ডিক স্যান্ড, নাবিক হবার প্রশিক্ষণ নিচ্ছিল একটা তিমি-শিকারি জাহাজে। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় যখন জাহাজের ক্যাপ্টেন আর সব নাবিক মারা গেল, ওকেই নিতে হলো ক্যাপ্টেনের দায়িত্ব। শিশু-সন্তান সহ এক নারী, আধ-পাগল এক পতঙ্গবিদ, বুড়ি এক দাসী, পাঁচজন কালো শ্রমিক, আর বদমেজাজী এক কুকুরÑএ-ই হলো ওর সম্বল। অনভিজ্ঞ এই ক্রু নিয়ে বিশাল প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হবে ওকে, পৌঁছুতে হবে আমেরিকায়। এই কঠিন কাজও অসম্ভব হয়ে পড়ল দুশ্চরিত্র এক বিশ্বাসঘাতকের কারণে। সুকৌশলে ভুল জায়গায় নিয়ে যাওয়া হলো ওদেরকে, ধরিয়ে দেয়া হলো একদল ভয়ঙ্কর লোকের হাতে। এখন উপায়? কীভাবে নিজেকে বাঁচাবে ডিক?
জুল ভার্ন
জুল গাব্রিয়েল ভার্ন একজন ফরাসি লেখক ও অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। পৃথিবীতে আগাথা ক্রিস্টির পরেই তাঁর লেখা সবচেয়ে বেশী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।