একজন ব্যক্তির ডায়েরী কখনও কখনও হয়ে ওঠে এক বিশেষ সময়ের ইতিহাস ও সময়ের দর্পণ। প্রায় তরুণ বয়স ১৯৮৫ সাল থেকে নিয়মিত ডায়েরী লিখে থাকেন তানভীর মোকাম্মেল।
এসব ডায়েরীগুলো এক সময় “সময়ের জানালা” নামে “দৈনিক সংবাদ” পত্রিকায় প্রকাশিত হোত এবং জনপ্রিয়তা পেয়েছিল।ডায়েরীটাতে যে সময়কালের কথা বলা হয়েছে সেই ১৯৮০-য়ে দশকে তানভীর মোকাম্মেল ছিলেন একজন সক্রিয় বামপন্থী কর্মী আর গোটা দেশ ছিল স্বৈরাচারী জেনারেল এরশাদবিরোধী আন্দোলনে উত্তাল।
আমাদের ইতিহাসের সেই বিশেষ সময়কালটা এবং বামপন্থীদের জীবনের এক ঘনিষ্ঠ চিত্র বিশেষভাবে ফুটে উঠেছে সংবেদনশীল একজন লেখকের অন্তরঙ্গ এই ডায়েরীটাতে।