একটা ভূতের উপন্যাস লিখব ভেবে এই গল্পটা শুরু করেছিলাম। তারপর কোথা থেকে যে কী হয়ে গেল! গল্পের নানান ডালপালা গজিয়ে ‘মেটা ফিউশন’ টাইপের একটা কিছু দাঁড়াল বলে মনে হচ্ছে। আমি একজন কার্টুনিস্ট হয়ে বিপদ হয়েছে। কার্টুন কমিকসের বিষয়গুলাে সবসময় মাথায় ঘােরে... কার্টুন কমিকসে ‘হাইপার কমিকস' নামে একটা বিষয় আছে। এটা এক ধরনের ‘ওয়েভ কমিকস এই কমিকস সাধারণ কমিকসের মতাে নয়। এর একটা মূল ঘটনা থাকে তারপর চারদিকে চারটা ভিন্ন ঘটনা নিয়ে গল্প এগােতে থাকে। আবার সেই চারটা ডালপালা থেকে আবার নতুন নতুন গল্প গজাতে থাকে। আমার এই কাহিনিতেও সেইরকম একটা ব্যাপারই ঘটেছে মনে হচ্ছে। আসলে যারা কার্টুন কমিকস, গ্রাফিক নভেল নিয়ে মাথা ঘামায় তারা বুঝতে পারবে সমস্যাটা কোথায়! তারপরও এই গল্পে সায়েন্স ফিকশন, ভূত ফিউশন সবই আছে!