বিদ্রোহী রণ ক্লান্ত... কাজী নজরুল ইসলামের এই অঘোম উচ্চারণ সেদিন ব্রিটিশ শৃঙ্খলে আবদ্ধ মানুষ যারা শোষিত বঞ্চিত নির্যাতিত তাদের কবিতাটি নাড়িয়ে দেয় । আমাদের যাপিত জীবনে আশা নিরাশার ভ্রমণে যুগপৎ শান্তির সন্ধান কখনো কখনোবা রক্তপাতের চাঁদমারি কিন্তু সবকিছুর পরেও এক নতুন চেতনা প্রবাহের সন্ধান করতে হয়। কবিতা যেমন মানুষকে ভালোবাসতে শেখায় নির্মল আনন্দ দেয়, তেমনি কখনও দ্রোহ সংক্ষোভ আর প্রতিবাদী করে তোলে । বিদ্রোহ করে কিভাবে পরাধীনতার শিকল ছিঁড়তে হয় তা অর্জন করেছি ইতিহাসের বিদ্রোহ দেখে । আমরা অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়তে জানি। আমাকে আঘাত করে বর্তমান সময়ের অস্থির অবস্থা তাই জীবনের অনুষঙ্গে আমার অশান্ত হৃদয় সমাধান খোঁজে জীবনের চাওয়া-পাওয়াগুলোর । প্রতিবন্ধকতার বেড়াজাল ভেঙে আত্মপ্রত্যয়ে সুখের সন্ধান করুক বঞ্চিত নির্যাতিত মানুষ। আমি এই কাব্যগ্রন্থে ছন্দোবদ্ধ ভাষায় শ্রুতি নান্দনিক শব্দের সমন্বয়ে আবেগঘন অনুভূতিতে লিখতে চেষ্টা করেছি কবিতাগুলো । প্রতিটি কবিতায় সাম্প্রতিক সময়ের সব প্রতিবন্ধকতা ভেদ করে জীবন আশার আলো দেখুক মুক্তি মিলুক অনুচ্চারিত অব্যক্ত স্বপ্নগুলোর । আমার প্রথম কাব্যগ্রন্থ ধূসর দ্রোহের দহন কবিতার বইয়ের কবিতাগুলোতে প্রেম বিরহের চেয়ে এই আত্মপ্রত্যয়ী দিকটা তুলে ধরার চেষ্টা করেছিলাম । এবার আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর মেঘে রঙ খুঁজি বইয়ের কবিতাগুলোতেও প্রেম বিরহের চেয়ে দ্রোহ কিছুটা জায়গা বেশি দখল করেছে।
বিদ্রোহী রণ ক্লান্ত... কাজী নজরুল ইসলামের এই অঘোম উচ্চারণ সেদিন ব্রিটিশ শৃঙ্খলে আবদ্ধ মানুষ যারা শোষিত বঞ্চিত নির্যাতিত তাদের কবিতাটি নাড়িয়ে দেয় । আমাদের যাপিত জীবনে আশা নিরাশার ভ্রমণে যুগপৎ শান্তির সন্ধান কখনো কখনোবা রক্তপাতের চাঁদমারি কিন্তু সবকিছুর পরেও এক নতুন চেতনা প্রবাহের সন্ধান করতে হয়। কবিতা যেমন মানুষকে ভালোবাসতে শেখায় নির্মল আনন্দ দেয়, তেমনি কখনও দ্রোহ সংক্ষোভ আর প্রতিবাদী করে তোলে । বিদ্রোহ করে কিভাবে পরাধীনতার শিকল ছিঁড়তে হয় তা অর্জন করেছি ইতিহাসের বিদ্রোহ দেখে । আমরা অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়তে জানি। আমাকে আঘাত করে বর্তমান সময়ের অস্থির অবস্থা তাই জীবনের অনুষঙ্গে আমার অশান্ত হৃদয় সমাধান খোঁজে জীবনের চাওয়া-পাওয়াগুলোর । প্রতিবন্ধকতার বেড়াজাল ভেঙে আত্মপ্রত্যয়ে সুখের সন্ধান করুক বঞ্চিত নির্যাতিত মানুষ। আমি এই কাব্যগ্রন্থে ছন্দোবদ্ধ ভাষায় শ্রুতি নান্দনিক শব্দের সমন্বয়ে আবেগঘন অনুভূতিতে লিখতে চেষ্টা করেছি কবিতাগুলো । প্রতিটি কবিতায় সাম্প্রতিক সময়ের সব প্রতিবন্ধকতা ভেদ করে জীবন আশার আলো দেখুক মুক্তি মিলুক অনুচ্চারিত অব্যক্ত স্বপ্নগুলোর । আমার প্রথম কাব্যগ্রন্থ ধূসর দ্রোহের দহন কবিতার বইয়ের কবিতাগুলোতে প্রেম বিরহের চেয়ে এই আত্মপ্রত্যয়ী দিকটা তুলে ধরার চেষ্টা করেছিলাম । এবার আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর মেঘে রঙ খুঁজি বইয়ের কবিতাগুলোতেও প্রেম বিরহের চেয়ে দ্রোহ কিছুটা জায়গা বেশি দখল করেছে।