"ধর্ম ও নাস্তিকতা বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব" ১ম ফ্লাপের কিছু কথা:
সমাজ-পরিবর্তনের সংগ্রাম, বিশেষ করে সমাজতন্ত্র বা সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামের সাথে ধর্ম ও বিশ্বাসের সম্পর্ক নিয়ে দুনিয়া জুড়ে বহু বিতর্ক রয়েছে। এই ভূভাগ, তথা ভারতবর্ষেও সেই বিতর্ক অনেককাল থেকে চলমান। এর পক্ষে-বিপক্ষে অনেক মানুষ যুক্তি দিয়েছেন, লিখেছেন। এই গ্রন্থে সেগুলাের নানা দৃষ্টান্ত ও তথ্য-উপাত্ত ব্যবহার করে লেখক তার মত ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যায় তিনি ধ্রুপদী মার্ক্সবাদী সাহিত্য যেমন ব্যবহার করেছেন, তেমনি আধুনিক সমাজবিজ্ঞানী ও চিন্তাবিদদের মতেরও সংশ্লেষ ঘটিয়েছেন। এর মাধ্যমে লেখক। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনে ধর্ম ও বিশ্বাস পর্যালােচনার ভ্রান্তিগুলােকে শনাক্ত করার করার চেষ্টা করেছেন। এই শক্তি সবার কাছে গ্রহণযােগ্য হবে এমন দাবি করা যায় না, তবে এটা বলা যায় এ বিষয়ে তথ্যভিত্তিক আলােচনার গভীরে প্রবেশ করতে এই গ্রন্থ পাঠকদের দারুণভাবে সহযােগিতা করবে।
পিনাকী ভট্টাচার্য
'৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়জন রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে আলােচিত লেখক হয়েছেন, পিনাকী ভট্টাচার্য তাঁদের মধ্যে অন্যতম। সােভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দিশা খুঁজে ফেরা পিনাকীর রয়েছে বিচিত্র সব রাজনৈতিক চিন্তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার অভিজ্ঞতা। লেখালেখির বিষয় বহুবর্ণ ও বিচিত্র। দর্শন, ইতিহাস আর রাজনীতি পিনাকীর লেখালেখির প্রিয় বিষয়। সফল কর্পোরেট চিফ এক্সিকিউটিভ থেকে এখন লেখালেখি ছাড়াও নিজের ব্যবসায় প্রতিষ্ঠানের কাজে সময় দেন। একাদেমিয়া নামের একটি নিয়মিত পাঠচক্রের সভাপতি। বাংলাদেশের ফেইসবুকের লেখালেখির জগতে পিনাকী ভট্টাচার্য ইতিমধ্যেই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। প্রশ্ন তুলতে ভালােবাসেন তিনি। নানা বিষয়ে বিস্ফোরক প্রশ্ন তুলে অনেক প্রচলিত বয়ানকে নড়বড়ে করে দেয়ার মতাে বিস্ময়কর দক্ষতা আছে পিনাকীর।
Title :
ধর্ম ও নাস্তিকতা বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব (হার্ডকভার)