ধৈর্য হারাবেন না (পেপারব্যাক) - শাইখ মুহাম্মাদ বিন সালেহ আল মুনাজ্জিন | বইবাজার.কম

ধৈর্য হারাবেন না (পেপারব্যাক)

বইবাজার মূল্য : ৳ ১২৮ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ১৬০

প্রকাশনী : পথিক প্রকাশন





WISHLIST


Related Bundles


Bundle Title Price
1
রুহামা বান্ডেল

৳ ৩৫১



Overall Ratings (5)

Muhammad Mosharrof Hussain
04/04/2020

পাঠ-প্রতিক্রিয়া বই- ধৈর্য হারাবেন না শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ সম্পাদনায় : আব্দুল্লাহ আল মাসউদ মুদ্রিত মূল্য: ১৬০ টাকা প্রকাশনায়: পথিক প্রকাশন ................. কীভাবে শুরু করব বুঝতে পারছি না৷ লিখতে বসতে গিয়ে অনুভুতিগুলো সব ভ্যাপসা ভাবনার ভাঁজে চাপা পরে গেছে। যারা লেখক তারা ইট-সুড়কির মতো শব্দগুলোকে দিয়ে লেখার বিশাল একটা দালান তৈরী করে৷ আর আমরা যারা দুটো শব্দ লিখতে পারি না, তাদের অবস্থা করুন৷ ইদানিং এ বইটা পড়ছিলাম৷ আরো পড়ছি, রিভিউ পরে লিখব৷ বেশ ভালো লেগেছে৷ আসলে দুঃখ-সুখ নিয়েই মানুষের জীবন৷ একটা জিনিশ সবসময় মাথায় রাখা চাই, দুঃখটাকে আমাদেরকে দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন৷ জীবনে সুখ-দুঃখ, ভালো অবস্থা ও মন্দ অবস্থা, দুটোই আমাদের জন্য পরীক্ষা। আল্লাহকে কাউকে সুখে রেখে পরীক্ষা করেন এবং কাউকে কষ্টের মাঝে রেখে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আ’লামিন বলেন—“পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। (তিনি হচ্ছেন আল্লাহ) যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করেন, কে তোমাদের মাঝে আমলের দিক থেকে শ্রেষ্ঠ? এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী, অত্যন্ত ক্ষমাশীল।”[ মুলকঃ ১-২] লেখক: একজন প্রখ্যাত দাঈ৷ বর্তমানে তিনি নাকি সাউদী কারাগারে মাজলুম হয়ে বন্দী হয়ে আছেন৷ হে আল্লাহ, ইহুদির দালালের চক্রান্ত থেকে আপনি তাকে মুক্তি দিন৷ এই লেখকের রচনাবলি আছে৷ জীবনীটা শুরুতেই আছে৷ অনুবাদ ও সম্পাদনা: অনুবাদ সাহেবের একটা কথা ভীষণ ভালো লেগেছে, তিনি বলেছেন—' বইটি প্রথমত আমি আমার নিজের জন্যই অনুবাদ করেছি৷ কারণ আমি কোন দুঃখ-দুর্দশায় পতিত হলে স্থীর থাকতে পারি না৷' বিস্তারিত রিভিউ: ধৈর্যর পরিচয়, প্রকার৷ ধৈর্যর স্তর, ফসল৷ ধৈর্য ধরার পদ্ধতিসহ নানান গুরুত্ব আলোচনা রয়েছে বইটিতে৷ কষ্টের প্রথম ধাক্কাতেই ধৈর্যধারণকে বলা হয় 'সবরে জামিল'৷ এই সবরে জামিলের পুরস্কার মহা৷ যেটা আল্লাহ নিজ হাতেই দিবেন৷ এই পুরস্কার যেন আমরা পেতে পারি, সে বিষয়ের প্রতি উদ্ধুদ্ধ করতে হাদিসে রাসূল, ক্ষণে আসারে সাহাবাকে টেনে টেনে বারবার পাঠককে উৎসাহিত করেছেন৷ একটা বিষয় আমার সবচে' যে জিনিশটা আমার ভালো লাগে, সেটা হলো কুরআনের আয়াতগুলো৷ পাঠের সময় আয়াতগুলো সামনে আসলে, সত্যি আমার পাঠ সুখের ও মজার হয়৷ বইটিতে আয়াতও রয়েছে অনেক৷ টুকলে প্রায় পৃষ্টাই টুকতে হবে৷ বইটির শেষের দিকে আমাদের নবী এবং সাহাবারা কত কস্ট করেছেন, দুঃখে-নির্যাতনে ধৈর্য ধরেছেন, সেসব বিষয় খুব সুন্দর করে লিখেছেন৷ 67 নং পৃষ্টার খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কষ্ট এবং তাতে ধৈর্য ধরার ঘটনাটি আমাকে আপ্লুত করেছো৷ আমি নীরবে কেঁদেছি৷ আচল দিয়ে চোখের পানি মুছার মতো হয়ে যেতে চেয়েছিলো৷ 72 নং পৃষ্টাতে নরম দিলওয়ালা ব্যক্তি ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহুর ঘটনা এবং বাদশার জুলুমের উপর ধৈর্য ধরার বিষয়টিও ছিলো করুণ৷ প্রিয় উক্তি: বইটির একটি উক্তি হৃদয় দিয়ে পাঠ করলেই পুরো বই পড়ার মতো মনে হচ্ছে আমার৷ সেটি হলো: ইমাম ইবনু তাইমিয়্যা রহিমাহুল্লাহ বলেন- “ঈমানদারদের জীবন ক্রমাগত বিভিন্ন কঠিন পরীক্ষার মুখোমুখি করানো হয় তাদের ঈমানকে বিশুদ্ধ ও তাদের পাপকে মোচন করানোর জন্য। কারণ ঈমানদারগণ তাদের জীবনের প্রতিটি কাজ কেবল রবের সন্তুষ্টির জন্য করে। তাই জীবনে সহ্য করা এই দুঃখ-কষ্টগুলোর জন্য তাদের পুরস্কার দেয়া রবের জন্য অপরিহার্য হয়ে যায়।” [মাজমু’উল ফাতাওয়া : ১৮/২৯১] সমালোচনা: সমালোচনা করা সহজ, কিন্তু লিখা বড় কঠিন৷ তবে নিরেপক্ষভাবে বলতে গেলে বইটির সাজানো-গোছানো, সেটিং, প্রচ্ছদ ভালো লেগেছে৷ তবে প্রচ্ছদটি বিষাদের দ্বারায় সুন্দর হতে পারতো৷ আরেকটি বিষয় হচ্ছে বইটি থেকে আমি একটা সু—ঘ্রাণ পেয়েছি৷ কৃতজ্ঞতা: সর্বপ্রথম আমার আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি সাথে সাথে অনুবাদক, সম্পাদক ও প্রকাশকসহ সবাইকে জাযাকাল্লাহ৷


Dhoni
04/04/2020

পৃথিবীতে যত নবী-রাসুল, সাহাবাগণ এসেছেন সকলে প্রতিকূল অবস্থায় সবর করেছেন। তাদের সবরের বিধায় আল্লাহ সুবহান ও'য়াতাআলা খুশী হয়ে উনাদের পৌছে দিয়েছেন সম্মানের সর্বোচ্চ মোকামে। "নিশ্চয় আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।" (সূরা আনফাল- আয়াতঃ৪৬) এ থেকে বুঝা যাচ্ছে, আপনি যদি সবর করেন তাহলে স্বয়ং আল্লাহ সুবহান ও'য়াতাআলা আপনার সাথে থাকবেন, সহযোগিতা করবেন কুদরতি তরিকায়। ধৈর্য হারাবেন না আল্লাহ সেটাই নির্ধারণ করেছেন আপনার জন্য, যা আপনার জন্য উত্তম। সেই উত্তম জিনিসটাই পেতে হলে রাখতে হবে ধৈর্য। আর লেখক ধৈর্য হারাবেন না বইটায় সেটাই ফুতিয়ে তুলেছেন।


Al amin
02/04/2020

কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন,আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, সঠিক সময়ে আপনি তা পাবেন। আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না। তাই আমরা আল্লাহর উপর সব সময় বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ


Abed
02/04/2020

কেউ যদি অল্প লেখাপড়া মোটিভেশনাল জগতের বেসিক কিছু জানতে চান, ইসলামের আদলে, রাসুল (সা) এর নসিহত এর ভাষায় তাহলে আমি বলব, এটা অবশ্যই আপনার পড়া উচিত। আজ আমরা সহজেই সহজেই ধৈর্য হারিয়ে ফেলেছি, নিজের রাগকে দমন করতে পারছিনা, তাই আমরা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছি। ঈমানদারের জীবন ক্রমাগত বিভিন্ন কঠিন পরীক্ষার মুখোমুখি করা হয় তাদের ঈমানকে বিশুদ্ধ ও তাদের পাপকে মোচন করানোর জন্য। কারণ ঈমানদার গণ তাদের জীবনের প্রতিটি কাজ কেবল রবের সন্তুষ্টির জন্য রবের সন্তুষ্টির জন্য করে। তাই জীবনের সহ্য করা এই দুঃখ-কষ্ট গুলোর গুলোর জন্য তাদের পুরস্কার দেওয়া রবের জন্য অপরিহার্য হয়ে যায়। আর আমরা রবের প্রতি, তার ঈমানের প্রতি কিভাবে ধৈর্য ধরব লেখক এখানে তা সুন্দর ভাবে গুছিয়ে বলেছেন তাই আমি বলব যে জীবনে ধৈর্য ধারনের জন্য হলেও আমাদের সকলের এই বইটা একবারের জন্য পড়া উচিত।


Sohag
01/04/2020

ধৈর্য হারাবেন না এই বইটি আপনাকে ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা, নিশ্চয় আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে আছেন।" এই ধারনা টা এই বইতে পাবেন।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com