বাংলাদেশের ইতিহাস নিয়ে বহু গ্রন্থ রচনা করা হলেও বাংলাদেশের রেলওয়ের ইতিহাস নিয়ে আজও পর্যন্ত কোন গবেষণামূলক গ্রন্থ লেখা হয়নি। আর এই ব্যতিক্রমধর্মী কাজটি করেছেন ড. দিনাক সোহানী কবির, তাঁর পূর্ববাংলার রেলওয়ের ইতিহাস ১৮৬২-১৯৪৭ গ্রন্থটির মাধ্যমে। এই গ্রন্থটি ড.দিনাক তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ের “পূর্ববাংলার রেলওয়ের আগমন এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক জীবনের উপর এর প্রভাব ১৮৬২-১৯৪৭” অভিসন্দর্ভকে ভিত্তি করে রচনা করেছেন। গ্রন্থে উপস্থাপিত তথ্য অনেক ক্ষেত্রেই চমকপ্রদ এবং বিস্ময়কর। এই গ্রন্থ থেকে পূর্ববাংলায় রেলকেন্দ্রিক যে একটি নতুন সমাজ তার স্বতন্ত্র ভাব নিয়ে গড়ে উঠেছিল তা বিস্তারিতভাব জানা যাবে।