‘ঢাকার কথা’ ঢাকার ইতিহাস নয়, ইতিহাসের রূপরেখা। ১৬১০ সালে মোগল সুবা বাংলার রাজধানী ঢাকা, ১৯০৫ সালে প্রথম বঙ্গভঙ্গের সময় পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ঢাকা, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ পূর্ববাংলা প্রদেশের রাজধানী ঢাকা, ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর থেকে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঢাকা। ঢাকা মহানগরীর বিগত চারশত বৎসরের ইতিহাস খুবই বিচিত্র, ঢাকার এই বিচিত্র ইতিহাসের রূপরেখা তুলে ধরার প্রয়াস ‘ঢাকার কথা’ গ্রন্থে, প্রথম সংস্করণে ১৬১০ থেকে ১৯১০ তিনশত বছরের ঢাকার ইতিহাসের রূপরেখা ছিল, দ্বিতীয় পরিবর্ধিত সংস্করেণে ১৬১০ থেকে ১৯৪৭ প্রায় সাড়ে তিনশ বছরের ঢাকার কথা বিবৃত। ঢাকার অতীত গৌরব ও উত্থান-পতনের বিচিত্র কাহিনী ‘ঢাকার কথা’।